নবাগত পড়ুয়াদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান। নাচ, গান ও কবিতার আবেশে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অশোক কুমার পাত্র, বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, ছাতনা ব্লকের আধিকারিকরা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্য, সংগীত ও কবিতা পাঠে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা।

advertisement

আরও পড়ুন: ভাঙতে গিয়েই ভেঙে পড়ল সব! নাগরাকাটার লাল সেতুতে ভয়াবহ মুহূর্ত, হুড়মুড় করে নদীতে পড়ল বিশাল মেশিন

নবাগত পড়ুয়াদের উদ্দেশে শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপাচার্য ও বিশিষ্ট অধ্যাপকেরা। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বের কথাও তুলে ধরা হয় তাঁদের বক্তব্যে। এই আনন্দঘন দিনের সবচেয়ে বড় সংযোজন ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন আধুনিক সেমিনার হলের উদ্বোধন। অত্যাধুনিক পরিকাঠামো, উন্নত আসনব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা রয়েছে এই সেমিনার হলে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ভবিষ্যতে একাডেমিক সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভা ও নানা শিক্ষামূলক অনুষ্ঠানে বিশেষ সহায়ক হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নবীনবরণ অনুষ্ঠান এবং নতুন সেমিনার হলের উদ্বোধন, এই দুই মিলিয়ে দিনটি শুশুনিয়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল। পড়ুয়াদের চোখেমুখে আনন্দ আর আগামীর স্বপ্ন নিয়ে BCKV ক্যাম্পাস যেন সেদিন নতুন প্রাণ ফিরে পেল।

advertisement