রবিবার রাতে অহল্যাবাই রোডের উপর ভাদুল এলাকায় ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে খবর, এদিন ভাদুল এলাকায় রাস্তার ধারে বুধনের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন দেখতে স্থানীয়রা। রাস্তার পাশে তাঁর সাইকেলটিও পড়ে ছিল। স্থানীয়রা পুলিশে খবর দিলে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ হাতা-খুন্তি ছেড়ে জার্সি পরে ময়দান কাঁপাচ্ছে মেয়েরা! প্রান্তিক এলাকায় ইন্টার ডিস্ট্রিক্ট মহিলা ফুটবল প্রতিযোগিতা, ম্যাচ দেখতে জনসমুদ্র

advertisement

এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে অহল্যাবাই রোডের অবস্থা বেহাল। অনেক দিন সংস্কার না হওয়ায় মাঝেমধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এদিন অজ্ঞাত পরিচয় কোনও এক গাড়ি বুধন বাউরীকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অনুমান স্থানীয়দের। পুলিশ পরিবারকে খবর দিলে পরিবার ঘটনাস্থলে এসে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

advertisement

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে মর্মান্তিক নানা পথ দুর্ঘটনার খবর সামনে এসেছে। এবার ঘটনাস্থল বাঁকুড়া। বাঁকুড়া সদর থানার অহল্যাবাই রোডের উপর ভাদুল এলাকার রাস্তার পাশে বুধন বাউরী নামে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।