Football Tournament: হাতা-খুন্তি ছেড়ে জার্সি পরে ময়দান কাঁপাচ্ছে মেয়েরা! প্রান্তিক এলাকায় ইন্টার ডিস্ট্রিক্ট মহিলা ফুটবল প্রতিযোগিতা, ম্যাচ দেখতে জনসমুদ্র

Last Updated:

Football Tournament: মহিলাদের এই ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে ২৩,০০১ টাকা ও একটি ট্রফি তুলে দেওয়া হয়। ‌রানার্স দল পেয়েছে ১৭,০০১ টাকা ও ট্রফি।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় মেয়েদের ফুটবল

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ খেলাধূলার দিক থেকে ধীরে ধীরে অনেকটাই এগিয়ে যাচ্ছে জঙ্গলমহল। ‌এবার প্রান্তিক এলাকায় ইন্টার ডিস্ট্রিক্ট মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে তাক লাগিয়ে দিল মানবাজারের কেন্দা এলাকার বিজয় ডি গ্রামের যুবকেরা। এই গ্ৰামে এই প্রথমবার মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রান্তিক এই এলাকায় ইন্টার ডিস্ট্রিক্ট মহিলা ফুটবল প্রতিযোগিতা যথেষ্ট সাড়া ফেলেছিল। বিজয়ডি শালবন ফুটবল ময়দানের এই প্রতিযোগিতায় কাতারে কাতারে মানুষের সমাগম হয়। মহিলা ফুটবল প্রতিযোগিতা দেখতে পুরুষদের পাশাপাশি মহিলারাও ভিড় করেন।
এই টুর্নামেন্টে বিজয়ীর শিরোপা অর্জন করেছে ভাই ভাই অ্যাকাডেমি। তাঁরা ঝাড়গ্রাম থেকে এই খেলায় অংশগ্রহণ করেছিলেন ও রানার্স দল বিজয়ডি কালিয়াবাসা‌। তাঁরা পুরুলিয়ার হুড়া থেকে এই প্রতিযোগিতায় খেলতে আসেন। বিজয়ী দলের হাতে ২৩,০০১ টাকা ও একটি ট্রফি তুলে দেওয়া হয়। ‌রানার্স দল পেয়েছে ১৭,০০১ টাকা ও ট্রফি।
আরও পড়ুনঃ শুরু হয়ে গেল হাতি বন্ধু মেলা! নববর্ষের আগেই ৩ দিনের জমাটি আয়োজন, কার্শিয়াং বন বিভাগের অভিনব উদ্যোগ
এই বিষয়ে কমিটির সদস্য শ্যামল কুমার মাহাতো জানান, এই প্রথমবার মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। ‌সকলের যথেষ্ট সাড়া পেয়েছেন। ‌মহিলারা কোনও অংশেই পিছিয়ে নেই, এই খেলা সেটারই প্রমাণ। প্রান্তিক এই এলাকায় মহিলা ফুটবল ক্রীড়াপ্রেমীদের মনে আরও উৎসাহ জোগাবে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা জয়তী মাহাতো আবার বলেন, এর আগে কখনও মহিলা ফুটবল প্রতিযোগিতা দেখেননি। এই প্রথমবার তিনি মহিলাদের মাঠে খেলতে দেখছেন। ‌এই খেলা দেখে ভীষণই ভাল লাগছে। মহিলারা কোনও অংশেই কম নয় তা বোঝা গেল বলেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজয়ী দলের সদস্যারা জানান, এই প্রথম পুরুলিয়ার মাটিতে ফুটবল খেলতে এসেছিলেন। এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাঁদের খুবই ভাল লেগেছে। দর্শকদের উৎসাহ তাঁদের মুগ্ধ করেছে। যাদের খেলাধূলার প্রতি আগ্রহ আছে, সেই সমস্ত মহিলাদের ফুটবল খেলার দিকে এগিয়ে আসার কথা বলেন তাঁরা। সব মিলিয়ে, এইদিনের এই খেলাকে ঘিরে এলাকার মানুষদের উৎসাহ উন্মাদনা ছিল তুঙ্গে। আগামীদিনে এই ধরনের খেলা হলে জঙ্গলমহলের মেয়েরাও খেলাধূলার দিকে এগিয়ে আসবে বলে মনে করছেন অনেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Football Tournament: হাতা-খুন্তি ছেড়ে জার্সি পরে ময়দান কাঁপাচ্ছে মেয়েরা! প্রান্তিক এলাকায় ইন্টার ডিস্ট্রিক্ট মহিলা ফুটবল প্রতিযোগিতা, ম্যাচ দেখতে জনসমুদ্র
Next Article
advertisement
Noida Engineer Death Update: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
  • ফুসফুসে মিলল ২০০ এমএল জল, দাবি ময়নাতদন্ত রিপোর্টে৷

  • নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর সমালোচনার ঝড়৷

  • শনিবার ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় যুবরাজ মেহতার গাড়ি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement