গত বৃহস্পতিবার বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অন্তর্গত তালডাংরার ভীমারডাঙা এলাকা থেকে মোরাম পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেয় ব্লক ভূমি দফতর। সেই রেশ কাটতে না কাটতেই ফের মোরাম পাচারের অভিযোগ। তালডাংরার ইন্দকাটা গ্রাম সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রাক্টর-সহ একটি জেসিবি মেশিন এবং ভেদুয়া মোড় এলাকা থেকে একটি ট্রাক্টর আটক করা হয়েছে। আর সেই সমস্ত কিছু পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর।
advertisement
এই বিষয়ে তালডাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের রেভিনিউ অফিসার প্রশান্ত সর্দার জানান, গোপন সূত্রে খবর আসে তালডাংরা ইন্দকাটা ও ভেদুয়া মোড় এলাকা থেকে অবৈধ ভাবে মোরাম কেটে পাচার করা হচ্ছে। সেই মত পুলিশকে সঙ্গে নিয়ে দফতরের দুই রেভিনিউ অফিসার ও এক রেভিনিউ ইন্সপেক্টর ঘটনাস্থলে অভিযান চালায়। হাতেনাতে অবৈধ পাচার ফাঁস হয়। মোরাম বোঝাই করা মোট তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে অবৈধ মোরাম পাচারের ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এই ধরনের অভিযান আগামী দিনেও চালানো হবে বলে জানানো হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে।