ধৃতের কাছ থেকে লটারির বেশ কিছু জাল টিকিট উদ্ধার করা হয়েছে। রাজ্য জুড়ে লটারির জাল টিকিটের কারবারে ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব। সেই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে এ রাজ্যের গোয়েন্দা বিভাগ। লটারির জাল টিকিটের রমরমা ব্যবসা রুখতে কোমর বেঁধে অভিযানেও নেমেছে সিআইডি।

আরও পড়ুন: অসাবধানতার মূল্য চোকাতে হল জীবন দিয়ে, লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মিষ্টি কারিগরের

advertisement

সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় অভিযান চালিয়ে এই জাল টিকিটের ব্যবসা রুখে দেয় রাজ্যের তদন্তকারী সংস্থা। এরপর বাঁকুড়ায় এই জাল টিকিট ব্যবসার তদন্তে নামে সিআইডি। তদন্তে বিশেষ সূত্রে জানতে গোয়েন্দারা জানতে পারেন, বাঁকুড়ার পাত্রসায়ের থানার ডান্না গ্রামের বিনোদ বাগদী নামের এক লটারি বিক্রেতা পার্শ্ববর্তী বাজার হলদবুনিতে ভুটান লটারির জাল টিকিট বিক্রি করছে।

advertisement

আরও পড়ুন: কালী মন্দিরে পরপর দু’দিন চুরির চেষ্টা, তালা ভেঙে ঢুকেও ফিরতে হল খালি হাতে! দুর্গাপুরে চাঞ্চল্য

খবর পেতেই অভিযান চালিয়ে ওই টিকিট ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে সিআইডি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ভুটান লটারির বেশ কিছু জাল টিকিট। ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ৩ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় সিআইডি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই জাল টিকিট কারবারের মূল চক্রীদের সন্ধান চালানো হবে বলে গোয়েন্দ বিভাগ সূত্রে খবর। যদিও ধৃত লটারি ব্যবসায়ীর দাবি, এই লটারির টিকিট জাল, তা তাঁর জানা ছিল না। তিনি পাইকারি দরে টিকিট কিনে এনে খুচরো বিক্রি করতেন।

advertisement