তবে এখনও বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে দাঁতালদের। চলতি ধান কাটার মরশুমে দলমার দামাল তালডাংরাতে। পাঞ্চেত বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দলছুট একটি হাতি তালডাংরার বেলিয়াশুলি এলাকায় অবস্থান করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতিটির দর্শন মিলেছে ইতিমধ্যেই। অপরদিকে গত সপ্তাহের শনিবার বিকেলও সিমলাপালের বিক্রমপুর এলাকায় দেখা মেলে হাতিটির।
আরও পড়ুন : কড়া নজরদারির মধ্যে সীমান্ত সফর, হাকিমপুরে রাজ্যপাল বোস! পৌঁছেই নিরাপত্তা নিয়ে আলোচনা
advertisement
পরে লক্ষীসাগরের বাউরিশোল এলাকাতেও দেখা যায় একটি সেই দলছুট হাতিকে। হাতির অবস্থান পরিবর্তন হতে থাকে। তবে হাতিটি এখন কোথায় রয়েছে, সে বিষয়ে বন দফতরের তরফ থেকে নির্দিষ্ট কোনও খবর নেই। অপরদিকে বড়জোড়া রেঞ্জর সাহারজোড়া জঙ্গলে রয়েছে ৫০ টির উপর হাতি। বন দফতর সূত্রে দেওয়া খবর অনুযায়ী, ২৫ নভেম্বর মোট হাতি-৫৬-৬১টি হাতি বড়জোড়া রেঞ্জে, সাহারজোড়া-৫৫-৬০টি,বেলিয়াতোড় রেঞ্জে কোদালিয়া-১টি হাতি রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। বাঁকুড়া মানেই জঙ্গলের বেড়াজাল এবং হাতির দল। হাতির লোকালয়ে চলে আসা, ফসল নষ্ট করা কিংবা রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা, এই ছবি বার বার ধরা পড়ে বাঁকুড়ায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বনকর্মীরা ইতিমধ্যেই মোতায়েন রয়েছেন এলাকায়। হাতির অবস্থান এবং হাতিগুলি কোথায় রয়েছে তা খতিয়ে দেখছে বন দফতর।





