বাঁকুড়ায় একসময় কাঁসা বাসন শিল্প বিখ্যাত ছিল। কিন্তু বিভিন্ন কারণে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে ম্লান হতে হতে সেই শিল্প আজ কার্যত ধুঁকছে। দক্ষ শ্রমিকদের অনেকেই পরিয়ায়ী শ্রমিক হিসাবে নেপালের বীরগঞ্জ, কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় কর্মরত। নেপালে লাগাতার অশান্তির জেরে সম্প্রতি সেখানে আটকে পড়েন বাঁকুড়া জেলার হীড়বাঁধ ব্লকের মলিয়ান, সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর সহ বিভিন্ন এলাকার কয়েকশো পরিযায়ী শ্রমিক।
advertisement
আরও পড়ুনঃ চোখ ধোঁকা খাবে, ছোট্ট দেশলাই বাক্সে ‘ক্রিকেটের ভগবান’! শচীনকে এভাবে আগে কেউ দেখেছেন?
জানা যাচ্ছে, গত কয়েকদিন নেপালের অশান্তি ও কার্ফুর জেরে সেখানে কারখানায় কার্যত বন্দী ছিলেন এই শ্রমিকেরা। ভারতীয়দের দেশে ফেরার জন্য দৈনিক কয়েক ঘণ্টা কার্ফু শিথিল হতেই কখনও পায়ে হেঁটে, কখনও আবার গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েন।
বীরগঞ্জ থেকে অনেকে পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে বিহারের রক্সৌলে পৌঁছন। সেখান থেকে ট্রেনে চড়ে আজ বাঁকুড়ায় ফিরলেন একদল পরিযায়ী শ্রমিক। নেপালে গত কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতার পর এভাবে নিরাপদে নিজের গ্রামে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই তাঁরা খুশি।