TRENDING:

Migrant Workers Return: কখনও হেঁটে, কখনও ট্রেনে-গাড়িতে! নেপাল থেকে বাড়ি ফিরলেন ৯ বাঙালি পরিযায়ী শ্রমিক, জানালেন অভিজ্ঞতা

Last Updated:

Migrant Workers Return: দীর্ঘ পথ পাড়ি দিয়ে কখনও পায়ে হেঁটে, কখনও আবার ট্রেনে চেপে, গাড়ি ভাড়া করে শেষ পর্যন্ত নিজেদের বাড়ি ফিরলেন বাঁকুড়ার ৯ জন পরিযায়ী শ্রমিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ নেপালে লাগাতার অশান্তি। এই আবহে পরিযায়ী শ্রমিকদের একটি দল ফিরল বাঁকুড়ায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কখনও পায়ে হেঁটে, কখনও আবার ট্রেনে চেপে, গাড়ি ভাড়া করে শেষ পর্যন্ত নিজেদের বাড়ি ফিরলেন বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মলিয়ান গ্রামের ৯ জন পরিযায়ী শ্রমিক।
নেপাল থেকে ফিরল পরিযায়ী শ্রমিকদের দল
নেপাল থেকে ফিরল পরিযায়ী শ্রমিকদের দল
advertisement

বাঁকুড়ায় একসময় কাঁসা বাসন শিল্প বিখ্যাত ছিল। কিন্তু বিভিন্ন কারণে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে ম্লান হতে হতে সেই শিল্প আজ কার্যত ধুঁকছে। দক্ষ শ্রমিকদের অনেকেই পরিয়ায়ী শ্রমিক হিসাবে নেপালের বীরগঞ্জ, কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় কর্মরত। নেপালে লাগাতার অশান্তির জেরে সম্প্রতি সেখানে আটকে পড়েন বাঁকুড়া জেলার হীড়বাঁধ ব্লকের মলিয়ান, সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর সহ বিভিন্ন এলাকার কয়েকশো পরিযায়ী শ্রমিক।

advertisement

আরও পড়ুনঃ চোখ ধোঁকা খাবে, ছোট্ট দেশলাই বাক্সে ‘ক্রিকেটের ভগবান’! শচীনকে এভাবে আগে কেউ দেখেছেন?

জানা যাচ্ছে, গত কয়েকদিন নেপালের অশান্তি ও কার্ফুর জেরে সেখানে কারখানায় কার্যত বন্দী ছিলেন এই শ্রমিকেরা। ভারতীয়দের দেশে ফেরার জন্য দৈনিক কয়েক ঘণ্টা কার্ফু শিথিল হতেই কখনও পায়ে হেঁটে, কখনও আবার গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েন।

advertisement

বীরগঞ্জ থেকে অনেকে পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে বিহারের রক্সৌলে পৌঁছন। সেখান থেকে ট্রেনে চড়ে আজ বাঁকুড়ায় ফিরলেন একদল পরিযায়ী শ্রমিক। নেপালে গত কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতার পর এভাবে নিরাপদে নিজের গ্রামে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই তাঁরা খুশি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Workers Return: কখনও হেঁটে, কখনও ট্রেনে-গাড়িতে! নেপাল থেকে বাড়ি ফিরলেন ৯ বাঙালি পরিযায়ী শ্রমিক, জানালেন অভিজ্ঞতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল