রানীবাঁধের বারুডি গ্রামে গিয়ে দেখা গেল, হস্তচালিত নৌকা আকৃতির ‘ডুঙ্গি’র সাহায্য নিয়ে বোরো ধানের জমিতে জল সেচের কাজ করছেন চাষিরা। প্রাচীন পদ্ধতি কয়েক পুরুষ ধরে তারা ব্যবহার করে আসছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান! ভিন রাজ্য নয়, বাঁকুড়াতেই রয়েছে এক শীতল জঙ্গল
advertisement
ওই গ্রামের এক কৃষক বলেন, চাষাবাদে তেমন লাভ নেই, ফলে পাম্প কেনার সামর্থ্যও নেই। এই অবস্থায় পরিশ্রম বেশী হলেও পূর্বপুরুষের হাত ধরে চলে আসা ডুঙ্গির মাধ্যমেই জলসেচের কাজ করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়ার জঙ্গলমহল একটি প্রত্যন্ত এলাকা। যেখানে প্রতিদিন নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায়। যেমন শীতকালে কুলের গুঁড় থেকে শুরু করে মহুয়া ফল। চোখ কান খোলা রাখলেই বাঁকুড়ার জঙ্গলমহলে ঐতিহাসিক স্বাদ নেওয়া যেতেই পারে। বোরো ধান চাষের আগে সরু নৌকার মত দেখতে ডুঙ্গি দিয়ে সেচ নজর কেড়েছে মানুষের।
নীলাঞ্জন ব্যানার্জী





