ওড়িশার ভুবনেশ্বরে উৎকল ক্যারাটে বিদ্যালয়ে, চারটি রাজ্যের মধ্যে চলে ইস্ট জোনাল সিলেকশন। রাজ্যস্তরে ব্রোঞ্জ পদক পেয়ে জোনাল সিলেকশনের জন্য প্রতিযোগিতায় নামে বাঁকুড়ার ঋদ্ধিমান। ছয় বছর আগে ক্যারাটের যে জার্নি শুরু হয়েছিল তা যেন পরিপূর্ণতা পেল রজক পদক পেয়ে। এই পদকটিই এখন জাতীয় স্তরে লড়াই করার একমাত্র টোকেন। ঋদ্ধিমানের প্রশিক্ষক সেনসেই আর্যস্মান সরকার বলেন, আগামী ডিসেম্বরে, দিল্লী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় প্রতিযোগিতা।
advertisement
আরও পড়ুনঃ লাক্সারি হোটেলে থাকা, মহিলাদের সোনার গয়না উপহার! হাই-প্রোফাইল চোরের চুরির কাহিনির কাছে ফেল বড় পর্দাও
ঋদ্ধিমানের বাবা অনিমেষ চ্যাটার্জী বলেন, ছেলেকে ছয় বছর আগে ক্যারাটেতে ভর্তি করার মূল উদ্দেশ্য ছিল আত্মরক্ষা এবং শরীরচর্চা। তবে ধীরে ধীরে আর্য স্যারের হাত ধরে ঋদ্ধিমান এগিয়ে চলে ক্যারাটে নিয়ে। ছোটখাটো সাফল্যের পাশাপাশি এই সাফল্য যেন তাকে দিশা দেখাচ্ছে ভবিষ্যতের। ঋদ্ধিমানের বাবা-মা চাইছেন যাতে জাতীয় প্রতিযোগিতায় নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে পারে ছেলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া একটি প্রান্তিক জেলা, ছাতনা সেই জেলার একটি সমষ্টি। বাঁকুড়াতে ইতিমধ্যেই উঠেছে শরীরচর্চার হিড়িক। এবার শুধুমাত্র বাঁকুড়ার শহর কিংবা শহর সংলগ্ন এলাকায় নয়, বিভিন্ন গ্রামিন এবং গ্রাম্য মফস্বল এলাকাতেও ছোট ছোট ছেলে মেয়েরা শিখছে ক্যারাটে এবং তারা শরীরচর্চা নিয়ে যথেষ্ট সচেতন। রুপোর পদক জেতা ঋদ্ধিমান তার জ্বলন্ত উদাহরণ।





