এই গল্পটি হল একটি ভূতের গল্প। চারটি বন্ধু এক জায়গায় বেড়াতে যাচ্ছে এবং সেখানে নানা রকম ভৌতিক কার্যকলাপ হচ্ছে। সেই ভৌতিক আবহ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই চারটে বন্ধু কি কি করছে তাই হল গল্পের উপজীব্য, সবটুকু জানতে হলে অবশ্যই দেখতে হবে সিনেমাটি। উল্লেখ্য, এই ছবিটি বানাতে আট মাস সময় লেগেছে। এই ছবিটি পরিচালনা করেছেন শুভম চ্যাটার্জী ও অয়ন দেউঘরিয়া।
advertisement
আরও পড়ুন: গরম পড়তেই মুখে চওড়া হাসি! যত বাড়ছে রোদের তেজ, ততই তরতরিয়ে বাড়ছে এই ব্যবসা
এই ছবিটির প্রোডিউসার অয়ন দেউঘরিয়া বলেন, “আমরা আপনাদের ঘরের ছেলে, অনেক কষ্ট করে ৩০ জনের টিম মিলে এই ছবিটি তৈরি করেছি, যদিও ছবিতে ১৬-১৭ জন অভিনয় করেছেন। তবে আমাদের মোট ৩০ জনের টিম। প্রত্যেকেই দীর্ঘ বেশ কয়েক মাস ধরে অত্যন্ত পরিশ্রম করেছেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আবারও এরকম কাজ করার সাহস পাব।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, বিষ্ণুপুর ও বাঁকুড়ার একাধিক জায়গা নিয়ে এই ছবির শুটিং হয়েছে। EMNI CHELE -ইউটিউব চ্যানেলে এই ছবিটি মুক্তি পায় নববর্ষের দিন। বাঁকুড়ার শিল্পকলার প্রতি টান যথেষ্ট বেশি। সেই দিক থেকে বেশ অনেকগুলি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হয়েছে এর আগে। তবে চমকপ্রদ ভূতের সিনেমা বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার দামাল ছেলেরা।
নীলাঞ্জন ব্যানার্জী





