পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম অনিমেষ মন্ডল। তিনি ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে পরিতোষবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, এটিএম ভেরিফিকেশন ও আপডেটের জন্য ফোন করেন। সেখানে তাঁর থেকে বেশ কিছু ওটিপি নেওয়ার পর কাজ সম্পন্ন হয়েছে বলে ফোন রেখে দেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ গলদা চিংড়ি ছাড়া সম্পূর্ণ নয় ‘এই’ কালীপুজো! বসিরহাটের ইটিন্ডায় অটুট ৪০০ বছরের রীতি
advertisement
এরপরই আচমকা অভিযোগকারীর তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ লক্ষ ২০ হাজার টাকা কেটে নেওয়া হয়। এদিকে ব্যাঙ্কে এই বিষয়ে যোগাযোগ করা হলে পরিতোষবাবুকে পরিষ্কার জানানো হয়, ব্যাঙ্কের মারফত কোনও ফোন কলে এই ধরনের কাজ হয় না। বাধ্য হয়ে তিনি বারাসাত সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।
পরিতোষবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়। এরপর মাইকেল নগর এলাকা থেকে অভিযুক্ত অনিমেষকে গ্রেফতার করে বারাসাত সাইবার থানার পুলিশ। ধৃতকে আজ বারাসাত জেলা আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে।