গতকাল রাতে সীমান্তে স্পিডবোট নিয়ে কালিন্দী নদীতে টহল দেওয়া হচ্ছিল। সেই সময় এক বাংলাদেশিকে নদী সাঁতরে পার হতে দেখা যায়। এরপর হাফিজুল মোল্লা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৫ কেজি গাঁজা। ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়।
আরও পড়ুনঃ জমি ফাঁকা চাই, অনুমতি ছাড়াই একের পর এক গাছে কোপ! কী বলছে বন দফতর?
advertisement
হাফিজুল মোল্লা নামের ওই বাংলাদেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে হেমনগর থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। আজ তাঁকে বারাসাত আদালতে তোলা হবে।
রাতের অন্ধকারে গাঁজা নিয়ে জল সীমান্ত সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিলেন এক বাংলাদেশি। যদিও তাঁর সেই চেষ্টা সফল হয়নি। সীমান্তে স্পিডবোট নিয়ে কালিন্দী নদীতে টহল দেওয়ার সময় তা চোখে পড়ে যায়। হাফিজুল মোল্লা নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর হেমনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। তাঁর কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।