TRENDING:

Bangladeshi Arrested: ভারত-পাক তুমুল সংঘাতের মধ্যেই গলসি থেকে গ্রেফতার বাংলাদেশি! কী উদ্দেশ্যে এদেশে ঢুকেছিল জানেন?

Last Updated:

Bangladeshi Arrested: বৈধ অনুমতি ছাড়াই ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। শুক্রবার বিকেলে তারানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বৈধ অনুমতি ছাড়াই ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। শুক্রবার বিকেলে তারানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গলসি থেকে গ্রেফতার বাংলাদেশি! কী উদ্দেশ্যে এদেশে ঢুকেছিল সে?
গলসি থেকে গ্রেফতার বাংলাদেশি! কী উদ্দেশ্যে এদেশে ঢুকেছিল সে?
advertisement

এক বাংলাদেশি কয়েকমাস ধরে এলাকায় রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় গলসি থানার পুলিশ। এরপরই নামা হয় অভিযানে। গলসির তারানগর এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসে গলসি থানার পুলিশ। দীর্ঘক্ষণ পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায়, সে ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে এসেছে। রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সে কেন এবং কোন উদ্দেশ্য নিয়ে এদেশে এসেছিল তা বিস্তারিতভাবে খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

আরও পড়ুন-পায়ের দ্বিতীয় আঙুলটি কি বুড়ো আঙুলের থেকে অনেকটা বড়? কেমন হয় এদের স্বভাব? পা দেখেই জেনে নিন চরিত্রের গোপন দিকটি

ধৃতের নাম শেখ আশমান হোসেন (৩৯)। পুলিশ তার কাছে থাকা বাংলাদেশের একটি পরিচয়পত্র সিজ করেছে। পুলিশকে সে বাংলাদেশের দুটি ঠিকানার কথা জানিয়েছে। প্রথমটি হল ৮-বি পরিবাগ, থানা – শাহাবাগ, ঢাকা। দ্বিতীয়টি হল গ্রাম  গারাডিয়া, পোষ্ট অফিস  বয়রা, থানা  সিংগে, জেলা – মানিকগঞ্জ। কোন ঠিকানা তার আসল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ছয় ডিসেম্বর ভারতে এসেছিল। কিভাবে, কাদের সাহায্যে সে এদেশে ঢোকে তা বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

advertisement

আরও পড়ুন-কাঁপিয়ে আসছে তুমুল ঝড়-তুফান, বজ্রপাতে ফালাফালা আকাশ, ভারী বৃষ্টি-শিলাবৃষ্টি কাঁপাবে রাজ্যে, ৯-১৫ কেমন থাকবে আবহাওয়া, জানিয়ে দিল IMD

এমনিতেই ভারত পাক যুদ্ধের কারণে পুলিশ প্রশাসনের মধ্যে বাড়তি সতর্কতা রয়েছে। গত বেশ কয়েকমাস বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক ভাল নয়, দিনে দিনে তা অবনতি হয়েছে। ঠিক সেই পরিপ্রেক্ষিতে এদেশে এই বাংলাদেশির অবস্থানকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও বিস্তারিত জেরা করবে বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, গলসির তারানগর এলাকা থেকে বাংলাদেশের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে কী উদ্দেশ্যে এখানে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে আর কেউ এদেশে অনুপ্রবেশ করেছিল কিনা তাও জানার চেষ্টা চলছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladeshi Arrested: ভারত-পাক তুমুল সংঘাতের মধ্যেই গলসি থেকে গ্রেফতার বাংলাদেশি! কী উদ্দেশ্যে এদেশে ঢুকেছিল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল