এক বাংলাদেশি কয়েকমাস ধরে এলাকায় রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় গলসি থানার পুলিশ। এরপরই নামা হয় অভিযানে। গলসির তারানগর এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসে গলসি থানার পুলিশ। দীর্ঘক্ষণ পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায়, সে ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে এসেছে। রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সে কেন এবং কোন উদ্দেশ্য নিয়ে এদেশে এসেছিল তা বিস্তারিতভাবে খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
ধৃতের নাম শেখ আশমান হোসেন (৩৯)। পুলিশ তার কাছে থাকা বাংলাদেশের একটি পরিচয়পত্র সিজ করেছে। পুলিশকে সে বাংলাদেশের দুটি ঠিকানার কথা জানিয়েছে। প্রথমটি হল ৮-বি পরিবাগ, থানা – শাহাবাগ, ঢাকা। দ্বিতীয়টি হল গ্রাম গারাডিয়া, পোষ্ট অফিস বয়রা, থানা সিংগে, জেলা – মানিকগঞ্জ। কোন ঠিকানা তার আসল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ছয় ডিসেম্বর ভারতে এসেছিল। কিভাবে, কাদের সাহায্যে সে এদেশে ঢোকে তা বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এমনিতেই ভারত পাক যুদ্ধের কারণে পুলিশ প্রশাসনের মধ্যে বাড়তি সতর্কতা রয়েছে। গত বেশ কয়েকমাস বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক ভাল নয়, দিনে দিনে তা অবনতি হয়েছে। ঠিক সেই পরিপ্রেক্ষিতে এদেশে এই বাংলাদেশির অবস্থানকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও বিস্তারিত জেরা করবে বলে জানা গিয়েছে।
জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, গলসির তারানগর এলাকা থেকে বাংলাদেশের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে কী উদ্দেশ্যে এখানে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে আর কেউ এদেশে অনুপ্রবেশ করেছিল কিনা তাও জানার চেষ্টা চলছে।