TRENDING:

Bangladesh Border Shootout: ঘিরে ধরে পর পর গুলি, খুন করে জ্যাকেট খুলে নিল হামলাকারীরা! সাতসকালে বাংলাদেশ সীমান্তের কাছে শ্যুটআউট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপম সাহা, স্বরূপনগর : সাতসকালে উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগরে হাড় হিম করা ঘটনা৷ বাংলাদেশ সীমান্তের কাছে গুলি করে এক যুবককে খুন করল ছ জন দুষ্কৃতী৷ জানা গিয়েছে, নিহত যুবক এবং অভিযুক্তরা প্রত্যেকেই পাচারকারী হিসেবে এলাকায় পরিচিত৷
নিহত যুবকের মোটরসাইকেল৷
নিহত যুবকের মোটরসাইকেল৷
advertisement

এ দিন সকালে স্বরূপনগর ব্লকের দত্তপাড়া বড়পোলের কাছে এই শ্যুটআউটের ঘটনা ঘটে৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম এসারুল গাজি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসারুল নামে ওই যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় ছ জন দুষ্কৃতী মোটরসাইকেলে এসে তাঁর পথ আটকায়৷ এর পরই গুলি করা হয় এশারুলকে৷

আরও পড়ুন:

প্রাণে বাঁচতে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাড়িতে ঢুকে পড়েন ওই যুবক৷ পুলিশ এবং স্থানীয়রা মিলে তাঁকে সারাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, এসারুল নামে ওই যুবক একটি জ্যাকেটে পরে ছিলেন৷ সেই জ্যাকেটের পকেটে কিছু একটি জিনিস ছি়ল৷ যা হাতিয়ে নেওয়াই হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল৷ গুলি করার পর এসারুলের সেই জ্যাকেট খুলে নিয়ে পালায় হামলাকারীরা৷ তাঁকে প্রাণে না মারার জন্য কাতর অনুরোধও করেন এসারুল৷ কিন্তু হামলাকারীরা তাঁর কথা শোনেনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এসারুল৷ পাচারকারীদের অন্য একটি গোষ্ঠী তাঁর উপরে হামলা চালায় বলে অনুমান পুলিশের৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh Border Shootout: ঘিরে ধরে পর পর গুলি, খুন করে জ্যাকেট খুলে নিল হামলাকারীরা! সাতসকালে বাংলাদেশ সীমান্তের কাছে শ্যুটআউট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল