TRENDING:

Bangla News: নিয়োগ দুর্নীতির টাকায় এত সব! তৃণমূল বিধায়কের বিপুল সম্পত্তির খোঁজ, পিছনে সেই অনুব্রত?

Last Updated:

Bangla News: ঘুরে ফিরে আবারও কি সেই বীরভূম যোগ? নথি বলছে, বোলপুর পুরসভা এলাকায় সাড়ে পাঁচ কাঠা জমি কিনেছেন বিধায়ক জীবনকৃষ্ণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: এখনও জেরা অব্যাহত। রবিবার সকাল হলেও ম্যারাথন জেরা করে চলেছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই জীবনকৃষ্ণের সম্পত্তির হদিশ মিলেছে মুর্শিদাবাদ ও বীরভূমে। সিবিআই সূত্রের খবর, নিজের নামেই কোটি টাকার জমি কেনেন জীবনকৃষ্ণ। জমি কেনার সরকারি নথির কিছু অংশ ইতিমধ্যেই হাতে এসেছে সিবিআইয়ের। জানা যাচ্ছে, ২০১৮-২২ সালের মধ্যে কয়েক কোটি টাকার জমি কেনা হয়েছে। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জমি কিনেছিলেন বীরভূমেও।
বিধায়কের সঙ্গে অনুব্রত-যোগ!
বিধায়কের সঙ্গে অনুব্রত-যোগ!
advertisement

ঘুরে ফিরে আবারও কি সেই বীরভূম যোগ? নথি বলছে, বোলপুর পুরসভা এলাকায় সাড়ে পাঁচ কাঠা জমি কিনেছেন বিধায়ক জীবনকৃষ্ণ। উল্লেখ্য, বোলপুর পুরসভার এক পশ এলাকায় এই জমি। জমির দরও এখানে অনেকটা বেশি। সেই এলাকায় সাড়ে পাঁচ কাঠা জমির নথি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় বিধায়কের সম্পত্তি রয়েছে বলে জানা যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে এ কী উদ্ধার হল! ৩২ ঘণ্টা পরও তল্লাশি, অবাক সিবিআই

সূত্রের খবর, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ এলাকায় চার কাঠা জমি রয়েছে বিধায়কের নামে। শুধু তাই নয়, সাঁইথিয়া পুরসভা এলাকাতেও তাঁর নামে সব মিলিয়ে প্রায় ২৪ কাঠা জমি রয়েছে বলে খবর। এই সাঁইথিয়া পুর এলাকায় তাঁর একটি তেলকল রয়েছে বলেও সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও তিনি কোল্ড স্টোরেজ ও রাইস মিলের মালিক বলেও সিবিআই সূত্রে খবর। বীরভূম জেলাতে বিধায়কের একাধিক ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। বিধায়কের এই বিপুল অঙ্কের সম্পত্তি কীভাবে তৈরি হল, সেই বিষয়টিও নজরে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। তবে কি নিয়োগ দুর্নীতির টাকা সাদা করতেই এই বিপুল অঙ্কের সম্পত্তি তৈরি করেছিলেন জীবন, উঠছে একাধিক প্রশ্ন।

advertisement

আরও পড়ুন: হঠাৎ আসানসোলে ইডি অভিযান! এবার কার দরজায় গোয়েন্দারা, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বিধায়কের ঠিক কী কী সম্পত্তির খোঁজ মিলেছে এখনও পর্যন্ত? বোলপুর পুরসভা এলাকায় সাড়ে পাঁচ কাঠা জমি কিনেছেন বিধায়ক। শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ এলাকায় চার কাঠা জমি রয়েছে বিধায়কের নামে। শুধু তাই নয়, সাঁইথিয়া পুরসভা এলাকাতেও তাঁর নামে সব মিলিয়ে প্রায় ২৪ কাঠা জমি রয়েছে বলে খবর। এই সাঁইথিয়া পুর এলাকায় তাঁর একটি তেলকল রয়েছে বলেও সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। বীরভূম জেলাতে বিধায়কের একাধিক ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: নিয়োগ দুর্নীতির টাকায় এত সব! তৃণমূল বিধায়কের বিপুল সম্পত্তির খোঁজ, পিছনে সেই অনুব্রত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল