আরও পড়ুনঃ রোজ খালি পেটে ‘এই’ পানীয় মাস্ট, শরীর থেকে টেনে বের করে জেদি ইউরিক অ্যাসিড, হাঁটু-কোমর ব্যথার মুক্তি
জঙ্গিপুর বিধানসভায় বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে একাধিক বেহাল রাস্তা মেরামতের কাজ চলছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাইকোর্টের নির্দেশে জরুর গ্রাম পঞ্চায়েতেও শুরু হয়েছে বেহাল রাস্তা মেরামতির কাজ। তবে বর্তমানে এই ছবি একদমই আলাদা। শ্রমিকরা রাস্তা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে পৌঁছান জরুর অঞ্চলের প্রধান ইয়াকুব আলি। শ্রমিকদের কাজের প্রতি উৎসাহ বাড়ানো এবং খুব তাড়াতাড়ি মেরামতির কাজ শেষ করানোর জন্য। কোদল হাতে নিয়ে পাথর টানতে শুরু করেন প্রধান। প্রধানের এই রূপ মন মানসিকতা দেখে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা। তারা বলছেন এই রকম প্রধান পেয়ে সত্যিই আমরা খুব গর্বিত।
advertisement
প্রতিদিনই সময় মতো পঞ্চায়েত অফিসেও যান। এরপর সাধারণ মানুষের সুবিধা অসুবিধারও খোঁজ নেন। কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় তাকে, কারণ চাষ করতে তাঁকে মাঠে যেতেই হয়। আর তারপরেই কাজে যাওয়ার আগেই কোদাল হাতে হাত লাগালেন পঞ্চায়েত প্রধান। আর তার কাজে বেশ খুশি প্রকাশ করেছেন সকলেই।
তন্ময় মন্ডল
