আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যা করলেন হবু বউ, হলদিয়ায় হুলুস্থুল! পুলিশে গেলেন প্রেমিক
ফুলিয়া শিক্ষা নিকেতনের মাঠে নিয়মিত দৌড় প্র্যাকটিস করেন। সেখানেই তাঁর কয়েক বন্ধুর সঙ্গে আলাপ হয়। এর পরেই তাঁরা সিদ্ধান্ত নেন, সমাজকে বার্তা দিতে হবে। গাছ লাগানো থেকে শুরু করে সেফ ড্রাইভ সেভ লাইফ এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাঁরা পাড়ি দেয় দিঘায়। মহিতোষ কোনওরকম পরিবহণের সাহায্য ছাড়াই দৌড়ে দিঘা পৌঁছয়।
advertisement
আরও পড়ুন: 'বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট?', কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
এবার সমাজকে আরও বেশি করে সচেতন করে তুলতে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়ে দার্জিলিং পৌঁছনোর জন্য রওনা হলেন তিনি। লক্ষ্য একটাই পরিবেশ সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করে। তবে মহিতোষ নিজে পায়ে দৌড়লেও তাঁর বন্ধুরা সাইকেলে করে তাঁর সঙ্গে যাবেন। মহিতোষের এই উদ্যোগে খুশি এলাকাবাসীও। করতালি দিয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়ে এদিন যাত্রাশুরু হল মহিতোষদের।
মৈনাক দেবনাথ।