ডেবরা: কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশ্বনাথপুর এলাকায় একটি মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ফুটবল খেলা দেখার পর থেকেই নিখোঁজ হয় ওই অঞ্চলেরই মিরপুর গ্রামের যুবক শিশির মল্লিক। যার আনুমানিক বয়স ২৯।
তিন দিন আগে কাঁসাই নদীতে জাল খেয়ানোর সময় ওর সাইকেল জালে টানা হয়ে আসে। তারপরেই গুঞ্জন আরও বাড়ে। আর এর মধ্যেই পরিবারের পক্ষ থেকে কেশপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়। বিভিন্ন এলাকায় তার নিখোঁজের পোস্টারও পড়ে। সোমবার দুপুরে ডেবরা কেশপুর বর্ডারে কাঁসাই নদীর ভেতরে বালির মধ্যে দুটি কুকুরকে বালিতে আঁচড় দিতে দেখা যায়। তারপরেই কয়েকজন মানুষের সন্দেহ হতেই তারা সঙ্গে সঙ্গে কেশপুর থানায় খবর দেয়।
advertisement
ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ এসে বালি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করতে দেখা যায় নিখোঁজ হওয়া শিশির মল্লিকের মৃতদেহ। ইতিমধ্যেই মৃতদে উদ্ধার করে তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান কেউ বা কারা শিশিরকে মেরে বাড়িতে পুঁতে দিয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
