এখানকার এক আবাসনের চারতলায় থাকতেন বিকাশ চৌধুরী। অভিযোগ, বিকাশের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল বিকাশের বন্ধু রবি শ্রীবাস্তাবের। কয়েকদিন আগে রবির সঙ্গে পালিয়ে যায় বিকাশের স্ত্রী, তারপর ফিরে এলেও বিকাশের সঙ্গে থাকতেন না তাঁর স্ত্রী।
আরও পড়ুন: চেনা ছন্দে দার্জিলিং জমজমাট, পর্যটকদের ঠাসা ভিড়! পাহাড়ে ওঠার কোন কোন রাস্তা খোলা?
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফোনে গন্ডগোল হয় বিকাশ আর রবির। রাতে রবি দু’জনকে সঙ্গে নিয়ে বিকাশের বাড়িতে আসেন, সেখানেই ঘরে বসে মদ্যপান করে সবাই।
আরও পড়ুন: পূর্বজন্মের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা! বুঝবেন কী ভাবে? জ্যোতিষের এই ১০ লক্ষণই সব বলে দেবে
সেখানেই ফের শুরু হয় বচসা, বিকাশকে খুন করতে যায় রবি। সেখানেই পাল্টা রবিকে ধারালো অস্ত্র দিয়ে ছেলের সামনেই কোপাতে থাকে বিকাশ। খুন করে পালিয়ে গিয়ে শিবপুর থানায় আত্মসমর্পণ করে বিকাশ।
দেবাশিস চক্রবর্তী