রবিবার ঝাড়গ্রাম জেলার একটি বেসরকারি অতিথিশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা প্রায় ১৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রত্যেকেই রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার মাধ্যমে ছ’মাসের হোটেল ম্যানেজমেন্টের কোর্স করে। বেকার যুবক-যুবতীদের কর্মের দিশা দেখানোর জন্যে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের পক্ষ থেকে জব ড্রাইভের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ‘আমি ঠাস করে চড় মারব, তুই ভিডিও করবি’! চলন্ত ট্রেনে এ কী হচ্ছে? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়, দেখুন
advertisement
জব ড্রাইভে জেলার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত হোটেল ও হোমস্টেগুলির কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ নেয় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। ইন্টারভিউতে প্রায় ৫০ জনের বেশি কর্মপ্রার্থী যোগদান করে। ৩৫ জনকে বেছে নেওয়া হয়।
ইন্টারভিউতে বাছাই হওয়া ৩৫ জনের মধ্যে ২০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হলে ১৮ জন হাজির হয়। বেতন ঠিক করার পর ১৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নিয়োগপত্র পাওয়ার পরে জেলার নির্দিষ্ট হোটেলে, রিসর্ট, হোমস্টে-তে নির্দিষ্ট বিভাগে ২ মাসে তাঁদের ট্রেনিং দেওয়া হবে সাথে মিলবে স্টাইপেন্ড ।
অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা রাজ্য পর্যটন মানচিতে এক আলাদা জায়গা করে নিয়েছে। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। জেলা জুড়ে বিভিন্ন পর্যটনস্থল থাকার সুবাদে এখানে গড়ে উঠেছে নানা হোমস্টে থেকে শুরু করে রিসোর্ট, হোটেল। এবার সেই হোটেল, রিসোর্ট, হোমস্টে-তে কাজের সুযোগ করে দেওয়ার জন্য এই বিশেষ ব্যবস্থা করায় ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র এবং ঝাড়গ্রাম জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনকে সাধুবাদ জানিয়েছেন কর্মপ্রার্থীরা।
বুদ্ধদেব বেরা