ডিলারদের সাথে সাথে জেলাশাসক নিজে দুয়ারে রেশন (Duare Ration) সামগ্রী দিলেন বীরভূমের মহম্মদ বাজারের আঙ্গাগরিয়া গ্রামে। তিনি নিজের হাতে রেশন সামগ্রীর টিন হাতে নিয়ে ওজন করে সামগ্রী তুলে দেন গ্রাহকদের হাতে। রেশনের সঙ্গে জেলাশাসককে দুয়ারে পেয়ে দারুণ খুশি মহম্মদ বাজারের অঙ্গাগরিয়া গ্রামের বাসিন্দারা। সেদিন জেলাশাসকের সাথে গ্রাহকদের দুয়ারে দুয়ারে আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শম্পা মাহারা ও বিডিও অর্ঘ্য গুহ-সহ রেশন ডিলাররা।
advertisement
আরও পড়ুন: সুপারহিট 'লক্ষ্মীর ভাণ্ডার'! দুয়ারে সরকার নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ নবান্নের
মহম্মদ বাজারের পাশাপাশি সিউড়ির ৬ থেকে ১৩ নম্বর ওয়ার্ড, তিলপাড়া গ্রাম-সহ ঝিকড্ডা পঞ্চায়েতের মিরপুর, কুন্ডলা পঞ্চায়েতেও বাড়ি বাড়ি গিয়ে রেশন দিলেন রেশন ডিলাররা। রামপুরহাট ১ ব্লকে ৯ জন ডিলার, রামপুরহাট ব্লকে ৭ জন ডিলার, নলহাটি ২ ব্লকে তিনজন ডিলার ও মুরারই ভাদিশ্বর গ্রামের ডিলাররা। এদিন সমস্ত গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেন। বায়োমেট্রিক মেশিন থেকে স্লিপ বেরোলেই গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে তাঁদের ন্যায্য রেশন।
আরও পড়ুন: 'দুয়ারে সরকারে' কত মানুষ উপকৃত, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা
ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক অলোক ঠাকুর বলেন, 'প্রথম দিনেই সকলে উৎসাহের সঙ্গে গ্রাহকদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিয়েছেন। কোথাও কোনও অসুবিধা হয়নি।' জেলাশাসক বিধান রায় জানালেন, 'এদিন ১৫ শতাংশ গ্রাহকদের বেছে নিয়ে জেলায় দুয়ারে রেশন পরিষেবা শুরু হল। ধাপে ধাপে আরও ডিলার বাড়িয়ে এক সময় সারা জেলায় প্রত্যেকের বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে।' জেলাশাসক আরও বলেন, 'এটাই মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল। যেখানে গ্রাহকরা বাড়িতে বসে রেশন পাবেন।'