ঝাড়গ্রামের ঝিনকীর জঙ্গলে ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হন এক ব্যক্তি। নিখোঁজ ওই ব্যক্তির নাম গোপাল মাহাতো। বাড়ি ঝাড়গ্রামের জিতুশোল গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বেশ কিছু গ্রামবাসীর সঙ্গে গোপালবাবু ছাগল চরাতে যান। হটাৎ-ই জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে তা দেখে সবাই প্রানে বাঁচতে ছুটে পালায়।
advertisement
তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি গোপালবাবুর। দৌড়তে গিয়ে চপ্পল খুলে যায় তাঁর। সেটি নিতে তিনি ফের জঙ্গলের দিকে গিয়েছিলেন। প্রায় দু’দিন অতিক্রান্ত হলেও পাওয়া যায়নি গোপাল মাহাতোকে। বন দফতর ও প্রশাসনের পক্ষ থেকে কোনও সাহায্য না পাওয়ার অভিযোগ তুলে রবিবার সকাল দশটা নাগাদ ঝাড়গ্রাম জিতুশোল এলাকায় পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: ফাঁস হয়ে গেল তালিকা, সর্বনাশ! বাংলাদেশের ৬৩ জনকে খুঁজছে ইন্টারপোল! পরিচয় শুনে আঁতকে উঠবেন
এদিন ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার রাজ্য সড়কের জিতুশোল এলাকায় পথ অবরোধ করতে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে পর্যটক থেকে শুরু করে যানবাহন চালকদের। দুপুরে জঙ্গলের জলাশয় থেকে দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, হাতির হামলায় মৃত্যু হয়েছে গোপালবাবুর। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছেন ঝাড়গ্রাম থানার পুলিশ।
রাজু সিং