আরও পড়ুনঃ গভীর সমুদ্রে বাংলাদেশি নেভির জাহাজের ধাক্কায় ডুবল ভারতীয় ট্রলার, নিখোঁজ ৫ মৎস্যজীবী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ নভেম্বর বর্ধমান শহরের বড় নীলপুর কানাইনাটশাল এলাকার থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙ্গে ২১ লক্ষ ৬১ হাজার ৮০০ টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমের নিরাপত্তার দায়িত্ব থাকা সংস্থার এক কর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ। তদন্তে নেমে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। একই সাথে টাওয়ার ডাম্পিং পদ্ধতিরও সাহায্য নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
advertisement
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ একটি চারচাকা গাড়িরও হদিস পায়। সেই অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে তদন্তকারী অফিসার। তদন্ত চলাকালীন মহারাষ্ট্রের সাতারা জেলার তালুকা পুলিশ স্টেশন থেকে একটি মেইল করা হয় তদন্তকারী অফিসারকে। ই মেইল মারফত জানান হয় একই ধরনের অপরাধের জন্য গত ৬ ডিসেম্বর তালুকা থানার পুলিশ হাসাম দিন নামে একজনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে বর্ধমানের এটিএম ভেঙে লুটপাটের ঘটনায় সে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে চারচাকা গাড়ির একটি নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। ওই নাম্বার প্লেটটি জাল।
সেই গাড়ি ব্যবহার করেই অপরাধীরা এখানে অপরাধ সংঘটিত করতে এসেছিল, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই অভিযুক্ত হাসাম দিনকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে সাতারা কোর্টের দ্বারস্থ হন তদন্তকারী অফিসার। আদালতের নির্দেশে সাতারা জেলা সংশোধনাগার থেকে ১২ তারিখ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারের পর সাতারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ধৃতকে তোলা হলে আদালত ধৃতকে তিন দিনের ট্রানজিট রিমান্ডের অনুমতি দেন। এরপরেই লুঠ হওয়া টাকা উদ্ধারের জন্য ধৃতকে বর্ধমানের নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর আজ তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
