TRENDING:

Bangla News: মাস্ক ছাড়াই চলছে মিষ্টি তৈরির কাজ, হঠাৎ হানা চেয়ারম্যানের! তার পর...

Last Updated:

কোভিড স্বাস্থ্যবিধি সম্পর্কে সবাই সচেতন হলেও, সবাই নিয়ম সম্পূর্ণ জানেন না। অনেকেরই দেখা যায় মুখে কয়েক দিনের পুরনো মাস্ক। (Bangla News)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বরানগর: নাকে মুখে মাস্ক ঢেকে রাখতে হবে। এটাই করোনার কালবেলায় একমাত্র স্বাস্থ্যবিধি। এই মেনে বরানগর পৌরসভা এলাকার মানুষজন মাস্কে মুখ ঢেকেছেন। সকাল থেকে ওই পৌরসভার সমস্ত ওয়ার্ডে দেখা গেল মাছ, সবজি ফলের বাজার বন্ধ (Bangla News)। তবে পান দোকান থেকে আরম্ভ করে, মুদি মশলা, লোহার দোকান খোলা। রাস্তায় চায়ের দোকানে ভিড় করে সবাই আড্ডা দিচ্ছে। প্রশ্ন সামাজিক দূরত্ব বিধি কোথায়?  এ যেন উল্টো রাজার উল্টো দেশের কাহিনীর মতোই কাণ্ডকারখানা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডানলপ, বরানগর সমস্ত জায়গায় দেখা গেল একই হাল (Bangla News)।
Bangla News
Bangla News
advertisement

আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণের হারে শীর্ষে পশ্চিমবঙ্গ, জানাল উদ্বিগ্ন কেন্দ্র

রাস্তাঘাটে বহু মানুষের মাঝখানে কারও মাস্ক রয়েছে, আবার অনেকের সেটা গলায় ঝোলানো (Bangla News)। সকাল সকাল বরানগর পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান অপর্ণা মৌলিক মাঠে নামতেই শুরু হল ধরপাকড়। তিনি মাস্কহীনদের মাস্ক বিলি করলেন। দেখা গেল, সবাই সামনে মাস্ক পরছেন, দূরত্ব বাড়লেই মাস্ক মুখ থেকে নামিয়ে ফেলছেন।  এরই মধ্যে, অপর্ণা দেবী একটি মিষ্টির দোকানে ঢোকেন। পেছনে মিষ্টির কারখানাতে ঢুকে গেলেই দেখা যায়, কারিগরেরা মাস্কহীন ভাবে মিষ্টি বানাচ্ছেন। চেয়ারম্যানকে দেখে সবাই স্তম্ভিত হয়ে পরেন। অপর্ণা দেবী রীতিমত রেগে যান ওই কারখানার মালিক ও শ্রমিকদের ওপর।

advertisement

আরও পড়ুন: ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরাও, আতঙ্কের করোনাকালে জরুরি নির্দেশিকা কমিশনের

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে ৪ দিনের জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! ব্যাট-বলের লড়াই দেখতে জনসমুদ্র
আরও দেখুন

খাওয়ার জিনিস বানানোর ক্ষেত্রে একেবারে এতটা উদাসীন,সত্যি অপরাধ বলে মনে করছেন সবাই।  অপর্ণা দেবী দোকানদারকে সাবধান করে দেন।তিনি বলেন, এই মিষ্টি সবাই কিনে নিয়ে গিয়ে খান। এই রকম চলতে থাকলে সংক্রমণ ছড়াতে পারে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার সঙ্গে সাবধান করে দেন কারিগরদের। বনহুগলির এই চেহারা একেবারে চিন্তায় ফেলেছে সবাইকে। তবে সামাজিক দূরত্বের যে কোনো বালাই নেই, সেটা দেখেই বোঝা গেল।  বরানগর বাজারের এক সব্জি বিক্রেতা বললেন,তিনি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার মূলধন নিয়ে ব্যবসা করতে আসেন। তার ওপর চার দিন বন্ধ।সাধারণ মানুষের বাজারে আসার প্রবণতা কমেছে।তাই লাভের পরিমাণ কমেছে। চায়ের দোকান থেকে আরম্ভ করে সমস্ত দোকান খোলা।সামাজিক দূরত্ব কি শুধু বাজারে আসলেই কমে? এই প্রশ্ন শুধু একজনের না। সঙ্গে দাঁড়িয়ে থাকা অন্য দোকানদারদেরও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মাস্ক ছাড়াই চলছে মিষ্টি তৈরির কাজ, হঠাৎ হানা চেয়ারম্যানের! তার পর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল