আরও পড়ুনঃ লিভার ঠিক থাকলে শরীর ঠিক! ফ্যাটি লিভার কমাতে কফি, গ্রিন টি, বিটরুট জুস অপরিহার্য
এক বছর পর আজ মঙ্গলবার ১১:৩০ নাগাদ মাটির বাড়িতে দেখতে পায় বিষধর কেউটে সাপ এরপর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে দিবাকর নস্কর নামে সোশ্যাল ওয়ার্কার পৌঁছে মাটির বাড়ির ভিতর থেকে প্রায় ৬ ফুটের বিষধর কেউটে সাপ উদ্ধার করে ও বেশ কিছু সাপের ডিম ও সাপের খোলস উদ্ধার হয় বিষধর সাপ দেখতে ভিড় জমায় স্থানীয়রা। সাপের আতঙ্কে ভেঙে ফেলা হলো মাটির বাড়ি।
advertisement
তবে আরও সাপ থাকতে পারে সেই আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা পরিবার। সোশ্যাল ওয়ার্কার দিবাকর নষ্কর জানান সাপ দেখতে পেলে কেউ মারবেন না কাউকে যদি সাপ কাটে তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। উদ্ধার হওয়া সাপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান।
