জানা গিয়েছে, গত কয়েক বছর হল ফ্ল্যাট কিনে মজুমদার পরিবার এসেছিলেন এই এলাকায়। মা-ই সঙ্গে করে নিয়ে যেতেন স্কুলে, পাড়া-প্রতিবেশীরা অবশ্য তেমন ছবিই দেখতেন। গতকাল রাতে মায়ের সঙ্গে বচসা হয় ওই তরুণী ছাত্রীর।
আরও পড়ুন: আপনার উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত জানেন তো? চার্ট মিলিয়ে দেখুন! সুস্থ থাকবেন
advertisement
এদিন সকালে বাবা প্রদীপ মজুমদার কাজে চলে যান, দাদাও কলেজে বেরিয়ে গেলে তারপরই ওই তরুণী ছাত্রী নিজেদের ফ্ল্যাটের চারতলার ছাদে উঠে, সেখান থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুন: শীৎকার হোক আবেগঘন, যৌনমিলনের সময় এই শব্দ-খেলা চরম উত্তেজনা আনে! পার্টনারকে আঁকড়ে কখনও বলেছেন?
আওয়াজ শুনে আশপাশের মানুষজন বেরিয়ে এসে দেখেন মর্মান্তিক দৃশ্য। এরপরই স্থানীয়রা উদ্ধার করে তাকে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। নিউ ব্যারাকপুর থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। এলাকায় নেমেছে শোকের ছায়া।
জিয়াউল আলম