TRENDING:

Bama Kali Dance: ভক্তদের সঙ্গে নাচে মত্ত বামা কালী, ৫৭ বছরের ঐতিহ্য মেনে মশাল হাতে শোভাযাত্রা

Last Updated:

কথায় আছে, শান্তিপুরের কালী নিরঞ্জন না দেখলে কালীপুজোর আনন্দ সম্পূর্ণ হয় না এই বিশ্বাসেই প্রতিবছর লক্ষাধিক মানুষ অংশ নেন মায়ের এই মহা শোভাযাত্রায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরে মা কালীর নিরঞ্জন শোভাযাত্রায় ভক্তদের ঢল, সে এক চোখধাঁধানো দৃশ্য। শহরের বিভিন্ন প্রান্তে আগমেশ্বরী, মহিষখাগি, চাঁদুনি, বামাকালী-সহ নানা কালী ঠাকুরের নিরঞ্জন শোভাযাত্রা ঘিরে উৎসবমুখর পরিবেশে মেতে ওঠেন হাজার হাজার ভক্ত। ঢাকের তালে, আতশবাজির আলো ও মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে গোটা শান্তিপুর শহর। ভোর পর্যন্ত চলে মায়ের নিরঞ্জন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও ভিড় জমান এই অনন্য ঐতিহ্য দেখতে। কথায় আছে, শান্তিপুরের কালী নিরঞ্জন না দেখলে কালীপুজোর আনন্দ সম্পূর্ণ হয় না—এই বিশ্বাসেই প্রতিবছর লক্ষাধিক মানুষ অংশ নেন মায়ের এই মহা শোভাযাত্রায়।
advertisement

শান্তিপুরের বামা কালীর শোভাযাত্রা হয় দেখার মতো! কালী প্রতিমাকে একটি বাঁশের মাচায় স্থাপন করা হয়। এরপর অগণিত ভক্তরা সেই মাচাটি কাঁধে নিয়ে লাফাতে শুরু করেন, ফলে মনে হয় যেন স্বয়ং মা ভক্তদের মাঝে নাচছেন। এই উদ্দাম নৃত্য দেখতে দূর-দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। শান্তিপুরের অন্যান্য পুজো বেশ কিছুদিন চললেও, বহু বছরের ঐতিহ্য মেনে পুজোর পরের দিনেই বিসর্জন হয় বামাকালীর। রাতের অন্ধকারে মায়ের এই নাচ দেখলে যেন গায়ে কাঁটা দেয়। ভক্তদের হাতে জ্বলতে থাকা মশালের আলোয় মাকে দেখতে লাগে অপরূপা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bama Kali Dance: ভক্তদের সঙ্গে নাচে মত্ত বামা কালী, ৫৭ বছরের ঐতিহ্য মেনে মশাল হাতে শোভাযাত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল