সেখানে স্বরূপনগরের বিধায়ক বীণা মন্ডল ও স্বরূপনগরের জয়েন্ট বিডিও সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক চলছিল। অভিযোগ, সেই সময় বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিকুুর নাহার পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ও অনুগামীরা গিয়ে সরাসরি জয়েন্ট বিডিওকে বলেন, আমাকে না জানিয়ে এসব কাজ করছেন কেন?
আরও পড়ুনঃ ভরা বর্ষায় দক্ষিণরায়ের দেখা! পর্যটকদের ক্যামেরার সামনে ‘রয়্যাল পোজ’! ছবিতে দেখুন সেই মুহূর্ত
advertisement
এখানেই শেষ নয়! অভিযোগ, ঘরের মধ্যে জয়েন্ট বিডিও-র দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করতে দেখা যায় প্রধানকে। ইতিমধ্যেই এই ছবি ভাইরাল হয়েছে।
আমাদের পাড়া আমাদের সমাধান ঘরের মধ্যে প্রশাসনিক বৈঠকের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সভাপতি নির্বাচন হওয়ার পর প্রশাসনিক বৈঠক ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিধায়কের সামনে জয়েন্ট বিডিওকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।