রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে ৫লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুবিধা পেয়ে থাকেন উপভোক্তারা। অথচ স্বাস্থ্যসাথী কার্ডেও 'দালাল' চক্রের ফাঁদে পড়ে প্রতারনার শিকার হতে হচ্ছে রোগী ও রোগীর আত্মীয়দের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের এক বেসরকারি নাসিংহোমে। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হলেও অস্ত্রোপচারের পর রোগীর আত্মীয়দের বাড়তি ২০হাজার টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। সেই টাকা না দিতে পারায় নিরুপায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হন রোগীর ছেলে। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানো হলে তারা বিষয়টি এড়িয়ে যায়। নার্সিংহোমের ম্যানেজার বলেন, '' রোগীর আত্মীয়কে চিকিৎসক চেম্বারে গিয়ে দেখা করতে বলেছিলেন কিন্তু তিনি দেখা করেননি। চিকিৎসক রিলিজ অর্ডার দিলে তবেই নার্সিংহোম থেকে রোগীকে ছেড়ে দেওয়া হবে।'' বহরমপুর থানায় অভিযোগ জানানো হলে ওই চিকিৎসকের চেম্বার থেকে দালাল চক্রের এক মহিলাকে আটক করে পুলিশ। যদিও চিকিৎসকের টাকা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানান ওই মহিলা।
advertisement
এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এম এস ভি পিডাঃ অমিও কুমার বেরা বলেন, '' স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচারের জন্য টাকা দাবি করা হলে তা চরমতম অপরাধ। অভিযোগ জানানো হলে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ করবে।'' যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি অবশ্য বলেন, '' স্বাস্থ্যসাথী কার্ডে মাত্র ১৩হাজার টাকায় ইউরোলজির অস্ত্রোপচার করা সম্ভব নয়। বাইরে থেকে চিকিৎসক এনে অস্ত্রোপচার করা হয়েছে, সেই কারণেই টাকা চাওয়া হয়েছিল।
Pranab Kumar Banerjee