TRENDING:

লোকসভা ভোটে বিজেপির দুই ভরসা বাবুল সুপ্রিয় ও আলুওয়ালিয়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোলে বাবুল। বর্ধমান-দুর্গাপুরে আলুওয়ালিয়া। দু'জনেই কেন্দ্রীয় মন্ত্রী। একজন আসানসোলে দ্বিতীয়বার প্রার্থী। আরেকজন পাহাড় ছেড়ে শ্বশুরবাড়ির চৌহদ্দিতে। দুই শিল্প এলাকায় কতটা জমবে লড়াই? বিজেপির বিরুদ্ধে দুর্গাপুর ও আসানসোলের বন্ধ কারখানাই তৃণমূলের পালটা হাতিয়ার।
advertisement

প্রথমবার বিজেপির টিকিটে পাহাড় জয়। কিন্তু, উনিশের লড়াইয়ে পাহাড় ছেড়ে সমতলে মোদির মন্ত্রিসভার সদস্য এস এস আলুওয়ালিয়া। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। একেবারে শ্বশুরবাড়ির গণ্ডিতে। কেমন হল জামাই আপ্যায়ন?

আলুওয়ালিয়ার দুই শ্যালক অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও তাপস বন্দ্যোপাধ্যায়। দু'জনেই তৃণমূলের দাপুটে নেতা। শ্যালক-জামাইবাবু সম্পর্ক। অমিতাভর কটাক্ষ গায়ে মাখছেন না সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

ভোটযুদ্ধের ময়দানে লড়াই যে ঠাট্টা-রসিকতার নয়, তা হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে তৃণমূল শিবির। আলুওয়ালিয়ার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী মমতাজ সংঘমিতা। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে লড়ছেন জোড়াফুল শিবিরের মুনমুন সেন। লড়াই ভিন্ন মাত্রা পেয়েছে দুই শিল্পাঞ্চলে বন্ধ কল কারখানার প্রশ্নেই।বন্ধ কারখানা নিয়ে অবশ্য রাজ্যের ঘাড়েই দায় ঠেলছেন বাবুল সুপ্রিয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

দুই শিল্প এলাকার বহু মানুষই স্থানীয় কারখানাগুলির উপর নির্ভরশীল। কারখানার বন্ধ গেট খুলবে কবে? দুই কেন্দ্রেই উঠছে সেই প্রশ্ন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লোকসভা ভোটে বিজেপির দুই ভরসা বাবুল সুপ্রিয় ও আলুওয়ালিয়া