TRENDING:

Baba Lokenath Pilgrimage ChaklaDham: বাবা লোকনাথের ২০০০ ভক্তের প্রসাদ গ্রহণের জন্য তৈরি বিশাল অতিথিশালা! চাকলাধাম ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ সরকারের

Last Updated:

Baba Lokenath Pilgrimage ChaklaDham:প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে চাকলার লোকনাথ মন্দিরে। ইতিমধ্যেই এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের দেগঙ্গা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চাকলা গ্রাম পঞ্চায়েত। চাকলা পঞ্চায়েতের অধীনে রয়েছে ১১ টি গ্রাম, সেখানে বসবাস করেন কয়েক হাজার মানুষ। তবে এই চাকলাই বাবা লোকনাথের মাহাত্ম্যস্থান বলে মনে করা হয়। আজও যেন বাবা লোকনাথের মাহাত্ম্যে এই ঠিকানায় রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশে এমন কি বিদেশেও পরিচিতি মেলে এলাকার মানুষদের। রুটি রুজির জন্য যেতে হয় না বাইরে। কেউ ফুলের ডালা বেচেন, কেউ খেলনা সামগ্রী আবার কেউ ডাব সহ নানা খাবার বিক্রি করেই আজ স্বাবলম্বী।
advertisement

প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে চাকলার লোকনাথ মন্দিরে। ইতিমধ্যেই এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। কয়েক কোটি টাকা ব্যয়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে মন্দিরেও। চাকলা ধামের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উদ্বোধন করেন, প্রায় দু’ হাজার ভক্তের বসে খাওয়ার জন্য ভোগের ঘর, আধুনিক রান্নাঘর, তোরণ সহ অতিথিশালার।

advertisement

আরও পড়ুন : পেটের দফারফা! বারোটা বাজবে হজমের! শ্বাসকষ্টে দমবন্ধ! ‘উপকারী পেঁপে’ কখন ‘চরম বিপদ’ জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ভোগ বিতরণের জন্য তৈরি ঘরে একসঙ্গে বসে প্রায় ২ হাজার ভক্ত খাওয়া-দাওয়া করতে পারেন। ভক্তদের রাত্রিবাসের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা. জানান মন্দির কমিটির কোষাধ্যক্ষ বাবিন হাজরা। দিনের বিশেষ বিশেষ সময়ে হয় পুজো। অন্নপ্রাশন থেকে শুরু করে নানা শুভ কাজে বাবার কাছে পুজো দিতে আসেন ভক্তরা। সারা বছরই তাই ভিড় লেগে থাকে চাকলা মন্দির ঘিরে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baba Lokenath Pilgrimage ChaklaDham: বাবা লোকনাথের ২০০০ ভক্তের প্রসাদ গ্রহণের জন্য তৈরি বিশাল অতিথিশালা! চাকলাধাম ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল