প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে চাকলার লোকনাথ মন্দিরে। ইতিমধ্যেই এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। কয়েক কোটি টাকা ব্যয়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে মন্দিরেও। চাকলা ধামের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উদ্বোধন করেন, প্রায় দু’ হাজার ভক্তের বসে খাওয়ার জন্য ভোগের ঘর, আধুনিক রান্নাঘর, তোরণ সহ অতিথিশালার।
advertisement
আরও পড়ুন : পেটের দফারফা! বারোটা বাজবে হজমের! শ্বাসকষ্টে দমবন্ধ! ‘উপকারী পেঁপে’ কখন ‘চরম বিপদ’ জানুন
ভোগ বিতরণের জন্য তৈরি ঘরে একসঙ্গে বসে প্রায় ২ হাজার ভক্ত খাওয়া-দাওয়া করতে পারেন। ভক্তদের রাত্রিবাসের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা. জানান মন্দির কমিটির কোষাধ্যক্ষ বাবিন হাজরা। দিনের বিশেষ বিশেষ সময়ে হয় পুজো। অন্নপ্রাশন থেকে শুরু করে নানা শুভ কাজে বাবার কাছে পুজো দিতে আসেন ভক্তরা। সারা বছরই তাই ভিড় লেগে থাকে চাকলা মন্দির ঘিরে।