TRENDING:

প্রকৃতিকে বাঁচানো না উন্নয়ন, ভোটে কোন পথে হাঁটবে অযোধ্যা পাহাড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া : অযোধ্যা পাহাড় ৷ পুরুলিয়ার জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র ৷ পুরুলিয়ার এই পাহাড়ের চারপাশের শাল -পিয়ালের জঙ্গল, পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝোরা ৷ এই পরিবেশ মানুষকে টানে ৷ অযোধ্যা পাহাড়ের এই আদিম প্রকৃতির টানেই মানুষ আসেন এখানে ৷
advertisement

তবে প্রকৃতির পাশাপাশি বেশ কিছু টুরিস্ট স্পটও রয়েছে এই অঞ্চলে, তারমধ্যে বেশির ভাগই হল বাঁধ বা ড্যাম ৷ বামনি জলধারার ওপর ইতিমধ্যেই তৈরি হয়েছে জলাধার ৷ মানুষ ঘোরাঘুরির পাশাপাশি এই সব স্পটে এসে আনন্দ করেন এমনকি নৌকায় ভ্রমণও করেন ৷ আর এই কথা মাথায় রেখেই ফের ড্যাম তৈরির ভাবনা অযোধ্যা পাহাড়ে ৷ ঠুরগা জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অবশ্য মোটেই শান্তিতে নেই অযোধ্যা পাহাড় ৷

advertisement

অযোধ্যা পাহাড়ে চারটি বড় জলপ্রপাত রয়েছে ৷ সেগুলি হল বামনী, তুরগা বা ঠুরগা, কাঠালজোলা, বান্দু ৷ পুরুলিয়া পাম্পড স্টোরেজ হওয়ার জন্য বামনীর মূল জলধারা হারিয়ে গেছে ৷ অযোধ্যাবাসী আর তাই চাইছে না এই একই পরিণতি হোক তাদের ঠুরগার ৷ লোকসভা নির্বাচনের আগে এটাই অযোধ্যা পাহাড়ের জনপদগুলির সমস্যা ৷ স্থানীয় স্তরের এই আন্দোলন এখন আদালতেও পৌঁচেছে ৷

advertisement

ছোট্ট জনপদের মানুষগুলি যাদের খাবার ও জলের সমস্যা নিয়ে দিন কাটে , বছরের তিন থেকে চার মাস বাড়ির ছেলেরা কোনও কাজ না পেয়ে বসে থাকে তাদের কাছে অবশ্য এই আন্দোলন আলাদা কোনও গুরুত্ব রাখে না ৷ তারা শুনেছেন আন্দোলনের কথা ৷ তবে কিছু না বলতে পারলেও তারা এটা বলতে পারছেন যে অযোধ্যা পাহাড় যার কোলে তারা ছোট থেকে বড় হয়েছেন তাকে নষ্ট হতে দেবেন না ৷

advertisement

তবে যারা হোটেল কর্তৃপক্ষ তারা অবশ্য এই জলধার প্রকল্পের জন্য জোর সওয়াল করছেন ৷ তাদের মতে এই প্রকল্প হলে বিদ্যুৎ সমস্যা মিটবে পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্পটও বাড়বে , তাতে আরও মানুষ এই অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসবেন ৷

এই লড়াইয়ে কোন মত জিতবে জানা নেই ৷ কারণ হাইকোর্টের নির্দেশে আপাতত ঠুরগা প্রকল্পে স্থগিতাদেশ দেওয়া আছে ৷ অরণ্য ধ্বংস করে পর্যটন বৃদ্ধি না  প্রকৃতি মা-কে বাঁচিয়ে রেখে বিকাশ কোন পথে যাবে অযোধ্যা পাহাড় জবাব দেবে সময় ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রকৃতিকে বাঁচানো না উন্নয়ন, ভোটে কোন পথে হাঁটবে অযোধ্যা পাহাড়