সম্প্রতি শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ অংশে আগুন লাগার ঘটনা ঘটে। টানা ২৪ ঘন্টা শুশুনিয়া পাহাড়ে আগুনের লেলিহান শিখা দাপিয়ে বেড়ানোর পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বন দফতরের কর্মীরা। তাই যাতে শুশুনিয়া পাহাড়ে আগুন আর না লাগে এবং আগুন লাগলেও কীভাবে তা নিয়ন্ত্রণে দ্রুত তার সঙ্গে নিয়ে আসা সম্ভব সেই নিয়েই আজ এই বিশেষ আলোচনা ও জরুরি পরিস্থিতি বা ঘটনার জন্য আগে থেকে কীভাবে প্রস্তুত থাকতে হবে এবং মানুষজন সেই পরিস্থিতিতে কীভাবে কাজ করবে তা জানাতে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয় শুশুনিয়া পাহাড়ে।
advertisement
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও দেবাশীষ প্রধান, এডিএফও দুর্গাকান্ত ঝাঁ, ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস, শুশুনিয়া বিট অফিসার প্রদীপ সিকদার, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত শুশুনিয়া পাহাড়ে আগুন নিয়ন্ত্রণ ও পাহাড়ে যাতে আগুন না লাগে সে ব্যাপারে বিশেষ এই আলোচনা সভা ও কর্মশালার ব্যবস্থার আয়োজন করা হয় ছাতনা বন দফতরের তরফে।
নীলাঞ্জন ব্যানার্জী





