জানা গিয়েছে, রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ আপ লোকাল ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মসিয়ার জমাদার। নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লে ট্রেনের কামরায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মসিয়ার জমাদারের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারে তাঁকে।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে কৌশলী বঙ্গ বিজেপি! মনোনয়নের দিন নিয়ে বড় পরিকল্পনা
advertisement
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের কামরার মধ্যে। পরে দেউলা স্টেশন এলে ট্রেন থেকে নেমে দুষ্কৃতীরা চম্পট দেয়। অন্যদিকে ট্রেনের যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় মসিয়ার জমাদারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন।
আরও পড়ুন: 'দাবি মানি না, কিন্তু নির্বাচনী সমঝোতা করতে হয়', দিলীপের মন্তব্যে অস্বস্তি পড়ল বিজেপিই
জানা যায়, মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তাঁর দোকান রয়েছে। নিত্যদিনের মতো রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাঁর পেছনে ধাওয়া করে ট্রেনে চাপে। তবে ঘটনার পেছনে পুরনো শত্রুতা রয়েছে বলে মনে করছে মসিয়ার জমাদারের পরিবার। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশ।