অপরদিকে সেই রামনগর থানার দেউলী হাটে একই কায়দায় এটিএম ভেঙে এবং গ্যাস কাটার দিয়ে কেটে লুঠপাট চালায়। যদিও বা দুটি এটিএম-এ কত টাকা ছিল তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। রামনগর থানা সূত্রে জানা গেছে এটিএম-এর মূল সংস্থা মুম্বই থেকে খোঁজ নিয়ে দুটি এটিএমে কত টাকা ছিল পরে জানা যাবে বলে জানানো হয়।
advertisement
আরও পড়ুনমরা উঠল বেঁচে? ৫ ঘণ্টা ধরে জলে ভাসছিল দেহ, পুলিশ উদ্ধার করতেই হাঁটা লাগাল যুবক!
বেশ কয়েক মাস আগে রামনগর বাজারে এটিএম ভেঙে গ্যাস কাটার দিয়ে কেটে লুঠপাট চালিয়েছিল দুষ্কৃতীরা৷ পরবর্তীকালে বারাসত থেকে দুই ব্যক্তিকে আটক করে রামনগর থানা পুলিশ। তার ঠিক কয়েক মাস পরেই ফের দুটি এটিএম ভেঙে গ্যাস কাটার দিয়ে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। এ নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় মানুষজন জানায় বালিসাই বাজার একটি বড় ব্যবসায়ী কেন্দ্র রাত্রে পুলিশের টহলদারি থাকলেও এটিএমে নজরদারির জন্য কোন সুরক্ষা নেই৷ তাই এ ধরনের ঘটনা ঘটেছে বলে তারা জানান৷ তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা ফুটে সামনে এসেছে।
পঙ্কজ দাশ রথী