কিন্তু বিশ্বাসই কাল হয়ে দাঁড়াল ফাতেমার জন্য। টাকা তোলার জন্য পাশে দাঁড়ানো এক অজ্ঞাত যুবককে সাহায্যের অনুরোধ করেন তিনি। সেই যুবক তার কাছ থেকে এটিএম কার্ড নিয়ে অন্য একটি কার্ড ফিরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে চম্পট দেয়। কিছুক্ষণ পরেই জানা যায়, অন্য একটি এটিএম বুথ থেকে ফতেমার অ্যাকাউন্টের পুরো ৪০ হাজার টাকা তুলে নিয়ে গায়েব হয়ে গেছে সে যুবক।
advertisement
ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ফাতেমা খাতুন বিবি। জানা যায়, তার স্বামী ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সংসারের স্বপ্ন, পরিবারের দায়িত্ব আর বোনের গহনা ফেরানোর আশায় নেওয়া লোনের টাকা এইভাবে প্রতারণার শিকার হওয়ায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এই ঘটনায় হরিহারপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ফাতেমা খাতুন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার পালা, কবে ধরা পড়ে ওই প্রতারক যুবক এবং কীভাবে ফাতেমা খাতুন তার হারানো টাকা ফিরে পান।
Kaushik Adhikary