TRENDING:

আজব কাণ্ড এটিএমে! কার্ড ঢোকালেই মিলছে বাড়তি টাকা

Last Updated:

এটিএমে কার্ড ঢোকালেই এবার মিলছে বাড়তি টাকা ৷ আজব এই কাণ্ডটি ঘটেছে বর্ধমানের গলসির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএমে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: এটিএমে কার্ড ঢোকালেই এবার মিলছে বাড়তি টাকা ৷ আজব এই কাণ্ডটি ঘটেছে বর্ধমানের গলসির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএমে ৷ ৫০০ টাকা তুলতে চাইলেই মিলছে আড়াই হাজার টাকা ৷ আবার অন্যদিকে ১০০ টাকা তুললে মিলছে ৫০০-র নোট  ৷ খবর ছড়িয়ে পড়তেই টাকা তোলার ক্ষেত্রে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ একাধিক কার্ডে দিয়ে দেদার টাকা তুলছে এলাকাবাসীরা ৷ স্থানীয় থানায় খবর পৌঁছতেই তারা ঘটনাস্থলে পৌঁছে এটিএম কাউন্টারটি বন্ধ করে দিয়েছে পুলিশ ৷
advertisement

এই ঘটনা ঘিরে শুক্রবার সারাদিন সরগরম ছিল বর্ধমানের গলসির বাজারে এলাকা ৷ বৃহস্পতিবার বিকেলে এটিএমে টাকা ভর্তি করা হয় ৷ এরপর যখনই কেউ টাকা তুলতে যায় এটিএম থেকে বেরিয়ে আসে বাড়তি টাকা ৷ একটি পাঁচশোর বদলে মিলছে পাঁচটি পাঁচশো টাকার নোট ৷ বাড়তি টাকা মিললেও অ্যাকাউন্ট থেকে কোনও বাড়তি টাকা কাটা হয়নি ৷ অথার্ৎ কেউ যদি ৫০০ টাকা তুলতে চায় সে পেয়ে যাচ্ছে আড়াই হাজার টাকা ৷ অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে মাত্র ৫০০ টাকা ৷

advertisement

টাকা রাখার জায়গায় ভুল নোট রাখার জন্যেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে ৷ যেখানে একশো টাকার নোট রাখার কথা সেখানে ৫০০ টাকার নোট রাখা হয়েছিল ৷ ফলে ৫০০ টাকা তুলতে চাইলে মেশিন পাঁচটা পাঁচশো টাকার নোট দিচ্ছে ৷ এটিএম টাকা ভর্তি করার দায়িত্বে থাকা কর্মীদের ভুলের জন্যেই এই ঘটনা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

খবর ছড়িয়ে পড়তে সবাই এই সুযোগের ফায়দা তোলার জন্য এটিএমের বাইরে ভিড় জমাতে শুরু করেন ৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো হলে তারা জানিয়েছে যে এখনও পর্যন্ত তারা ১ লক্ষ ৬০ হাজার টাকার হিসেব মেলাতে পারছে না ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজব কাণ্ড এটিএমে! কার্ড ঢোকালেই মিলছে বাড়তি টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল