অস্বাভাবিক কাজের বোঝা চাপানো, চার মাসের ইনসেন্টিভ এবং এক বছরের পি.এল.আই.এর টাকা না পাওয়ার প্রতিবাদ থেকে শুরু করে ১৫,০০০ টাকা মাসিক ভাতা, কর্মরত অবস্থায় কোনও আশাকর্মী মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ একগুচ্ছ দাবিতে গত ২৩ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে অনির্দিষ্টকালের জন্য আশাকর্মীদের কর্মবিরতি চলছে।
advertisement
গত ২৪ ডিসেম্বর তথা বুধবার আশাকর্মীদের সেন্টারে যাওয়ার কথা ছিল। তবে কর্মবিরতির কারণে তাঁরা সেন্টারে না গিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি নেন। এবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হসপাতাল মোড়ে প্রায় ১০০০ জন আশাকর্মী মিছিল করে সিএমওএইচ অফিসে অবস্থান বিক্ষোভ এবং পথ অবরোধ করলেন। এর জেরে ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে আশাকর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন। এবারও একগুচ্ছ দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। গত ২৩ ডিসেম্বর থেকে এই কর্মবিরতি চলতে। শেষ অবধি এই জল কতদূর গড়ায় সেটাই দেখার।
