TRENDING:

বিসিসিএলের জিএম অফিসে ঢুকে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা, উত্তেজনা আসানসোলে

Last Updated:

সুশান্ত কাপুড়ির অভিযোগ, জমি নেওয়ার পর রেজিস্ট্রেশন এবং মেডিক্যাল হওয়ার পর এখনও চাকরি পাননি। তাই তিনি এই পদক্ষেপ করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপক শর্মা, আসানসোল: জমির বিনিময়ে চাকরি মেলেনি। এই অভিযোগ তুলে আসানসোলের বরাকরে বিসিসিএলের সিভি এরিয়া অফিসের ভিতরে গায়ে পেট্রল ঢেলে এক যুবকের আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়াল। তড়িঘড়ি অফিসের আধিকারিক ও কর্মীরা এসে তাঁর প্রাণ বাঁচায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটির থানার পুলিশ। আসেন এসিপি কুলটি জাভেদ হোসেন।
প্রতীকী চিত্র 
প্রতীকী চিত্র 
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিসিসিএলের সিভি এরিয়ার 12 দামাগড়িয়ার মৌজায় সুশান্ত কাপুড়ি এবং ভোলানাথ গসাই এর জমি নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই দুইজনের চাকরি এখনও পর্যন্ত হয়নি। তাই এদিন বিসিসিএলের সিভি এরিয়া জিএম অফিসের ভিতরে সুশান্ত কাপুড়ি গায়ে পেট্রল ঢেলে নেয়। এই দৃশ্য দেখে তড়িঘড়ি জিএম অফিসের আধিকারিক এবং কর্মীরা ছুটে এসে তার প্রাণ রক্ষা করেন।

advertisement

আরও পড়ুনআমাকে অযোগ্য প্রমাণ করে দেবে!’ সুর নরমেও বড় বার্তা কল্যাণের! ‘ভাল’র কথা বলে কীসের ইঙ্গিত দিলেন? তুমুল জল্পনা তৃণমূলে

সুশান্ত কাপুড়ির অভিযোগ, জমি নেওয়ার পর রেজিস্ট্রেশন এবং মেডিক্যাল হওয়ার পর এখনও চাকরি পাননি। তাই তিনি এই পদক্ষেপ করেছিলেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিসিসিএলের জিএম অফিসে ঢুকে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা, উত্তেজনা আসানসোলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল