এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী সায়নী ঘোষ। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন অগ্নিমিত্রা পল। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের প্রশান্ত ঘোষ।
আসানসোল পুরসভা এলাকা দু’টি বিধানসভা কেন্দ্রে বিভক্ত। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে যথাক্রমে ৯, ১৮, ২০, ৩৪ থেকে ৫০ ওয়ার্ডগুলি আসানসোল পুরসভা অন্তর্গত ও আমড়াসোতা, এগরা, বল্লভপুর, জেমারি ও তিরাট গ্রাম পঞ্চায়েতগুলি রানিগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
advertisement
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস বন্দোপাধ্যায় জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭১ হাজার ৫১৫৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকর। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫৭ হাজার ২৩২৷ তৃণমূল প্রার্থী তাপস বন্দোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকরকে ১৪ হাজার ২৮৩ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাপস বন্দোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের অশোককুমার মুখোপাধ্যায়কে পরাজিত করেছিলেন।
