জিতেন্দ্র তিওয়ারির সেই প্রতিশ্রুতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এমনকী আসরে নামতে হয়েছে নির্বাচন কমিশনকেও। নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ করল কমিশন।
কেন হঠাৎ রামমন্দিরের প্রসঙ্গে টেনে আনলেন জিতেন্দ্র? ফেসবুকে একটি ভিডিও পোস্টের মাধ্যমে জিতেন্দ্র দাবি করেন, 'পাণ্ডবশ্বরের তৃণমূল প্রার্থী ভোট প্রচারে বেরিয়ে হুমকি দিচ্ছেন। পাণ্ডবেশ্বরের বাসিন্দাদের রাম নাম করতে বা অযোধ্যায় যেতে বারণ করা হয়েছে। কথা না শুনলে নাকি পা ভেঙে দেওয়া হবে।' জিতেন্দ্রর কথায়, 'ফের একবার নির্বাচিত হলে সবাইকে অযোধ্যায় রামলালার দর্শনে নিয়ে যাওয়ার কথা বলেছি।'
advertisement
এরপরই জিতেন্দ্রর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করে তৃণমূল। এরপরই জিতেন্দ্রকে শোকজ করে নির্বাচন কমিশন। অপরদিকে, ‘ইচ্ছাকৃতভাবে’ একের পর এক দলীয় নেতাদের তলব, প্রশাসনের ‘অপব্যবহার’, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মতো একগুচ্ছ অভিযোগ নিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। বুধবার দলের পক্ষ থেকে কমিশনকে চিঠি দিয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। চিঠিতে তিনি লিখেছেন, গত পাঁচ বছর ধরে বিচারাধীন মামলায় তৃণমূলের দলীয় নেতাদের "ইচ্ছাকৃতভাবে" হেনস্থা করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির অপব্যবহার করে চলেছে বিজেপি। ভোটের মুখে মদন মিত্র, কুণাল ঘোষ, বিবেক গুপ্ত-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে তলব করেছে ইডি, সিবিআই-এর মতো সংস্থা। তা নিয়েই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।
