TRENDING:

Bjp Leader Join Tmc: 'বড় নেতা দুর্নীতিতে জড়িত', বাবুল-গড়ে বিজেপিতে বড় ভাঙন! জেলা সম্পাদক তৃণমূলে?

Last Updated:

Bjp Leader Join Tmc: বিজেপি-র আসানসোলের জেলা সম্পাদকের পদে থাকা মদনমোহন চৌবে একটি সংবাদমাধ্যমকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তৃণমূলেই যাচ্ছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরাট জয়। আর তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক পালা বদলের খেলা। কিন্তু নির্বাচনের আগে হোক বা পরে, আসানসোলে কখনই সে অর্থে বড় থাবা বসাতে পারেনি রাজ্যের শাসক দল। কেবলমাত্র আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু বিধানসভা ভোটে তিনি জিততে পারেননি। কিন্তু সূত্রের খবর, এবার আসানসোলে বিজেপির সংগঠনে বড় থাবা বসাচ্ছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপির অনেক ‘বড়’ মুখ শাসক দবে যোগ দেবেন। রাজ্যের আইন মলয় ঘটক তাদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দলে অন্তর্ভুক্ত করবেন। কিন্তু কারা থাকবেন সেই দলে? গুঞ্জন, সেই তালিকায় রয়েছেন বিজেপি-র আসানসোলের জেলা সম্পাদকের পদে থাকা মদনমোহন চৌবেও। একটি সংবাদমাধ্যমকে তিনি ইতিমধ্যেই জানিয়েও দিয়েছেন, তৃণমূলেই যাচ্ছেন তাঁরা।
advertisement

দিনকয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। যে কারণে বিজেপির সংগঠনে বড়সড় ধাক্কা লেগেছে। তাঁর হাত ধরে বিজেপির সংগঠনে বড় ধস নামার আশঙ্কা রয়েছে। এবার আসানসোলের জেলা সম্পাদক সদলবলে তৃণমূলে যোগ দিতে চলায় বাবুল সুপ্রিয়র সংসদীয় এলাকায় বিরাট ক্ষতির মুখে পড়তে পারে গেরুয়া শিবির।

advertisement

আসানসোল রবীন্দ্রভবনে তৃণমূল ‘যোগদান’ মেলার আয়োজন করেছে। যে মেলার মূল উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা মলয় ঘটক। সেখানেই মদনমোহন চৌবেদের যোগদান হবে বলে গুঞ্জন। একইসঙ্গে তৃণমূলের পতাকা তুলে নিতে চলেছেন গেরুয়াশিবিরের প্রায় ৪০০ নেতা এবং কর্মী।

কিন্তু কেন দলবদল? মন ভেঙে যাওয়ার কথা বলেছেন মদনমোহন। ২০১১ সালে আসানসোল উত্তর কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হয়েছিলেন মদনমোহন। কিন্তু সেই বার হারের পর আর টিকিট দেওয়া হয়নি তাঁকে। এবারের নির্বাচনের আগে তিনি নিজেও ভেবেছিলেন দল টিকিট দেবে। কিন্তু তা বাস্তবে হয়নি। তাঁর মতে, এমন সব ব্যক্তিদের টিকিট দিয়েছিল দল, তার বদলে দলের এক কর্মী দাঁড়ালে অনেক ভালো ফল হত। অর্থাৎ, টিকিট না পাওয়া ও দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন মদনমোহন, এমনটাই মনে করা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, 'ভাবতে পারিনি নিজের দল তার আদর্শ থেকে সরে যাবে এবং দুর্নীতি করবে। দল করার মানসিকতা আর নেই। এই দুর্নীতিতে কারা জড়িত সে খবর আপনারা কিছু দিন বাদে পেয়ে যাবেন। বড়, ছোট সব নেতাই এর সঙ্গে জড়িত।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

সূত্রের খবর, বেশ কয়েকজন ব্লক প্রেসিডেন্ট, এক চিকিৎসক নেতা, প্রাক্তন কাউন্সিলররাও তৃণমূলে যোগ দিতে পারেন। তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যদিও এখনও কিছু বলা হয়নি। ব্লক ১ সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, 'আজ রবীন্দ্রভবনে আসুন, তখনই সব কিছু প্রকাশ্যে দেখতে পাবেন।'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bjp Leader Join Tmc: 'বড় নেতা দুর্নীতিতে জড়িত', বাবুল-গড়ে বিজেপিতে বড় ভাঙন! জেলা সম্পাদক তৃণমূলে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল