পশ্চিমবঙ্গে যখন প্রথম দফার নির্বাচন চলছে তখন মুর্শিদাবাদ জেলাতে জনসভা থেকে তৃণমূল, বিজেপি ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন আসাদউদ্দিন ওয়েইসি। এদিন মঞ্চে ভাষণ রাখতে গিয়ে আসাউদ্দিন ওয়েসি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আর আরএসএস মিশে থাকে, ২০০৩ সালে আরএসএস সঙ্গে মিশে কাজ করতেন তিনি আর এখন বিজেপিকে বলছে দেশদ্রোহী।বিজেপিকে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"
advertisement
এদিন সাগরদিঘির উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন ওয়েইসি। সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা আসাদউদ্দিন ওয়েইসি সাগরদিঘীর এই মন্তব্যকে ভর্ৎসনা করে বলেন, "গত দশ বছরে প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। উনি একটু খবর নিলেই বুঝতে পারবেন। আরও উন্নয়ন হবে।" জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, "উনি যেখান থেক এসেছেন সেই হায়দ্রাবাদে গিয়ে কাজ করুন। আমরা হায়দরাবাদে যাই। সেখানকার মুসলিমরা কেমন কষ্টে আছে আমরা জানি। তাদের জন্য চিন্তা করুন সেটা অনেক ভালো। আমাদের দিদি মুসলিমদের জন্য অনেক কাজ করেছেন।"