সেকাল থেকে একালেও শোলার তৈরি উপকরণের চাহিদা রয়েছে। তবে এই শোলা গাছ সংগ্রহ থেকে উপকরণ তৈরি জেলার কারিগরদের অবস্থার উন্নতি নেই বলেই জানাচ্ছে। এই সমস্ত কারিগরদের হাতে তৈরি হয় বেশ কয়েক রকমের টোপর। এক একটি টোপর তৈরি করতে কয়েক ঘন্টা সময় লাগে। ১০০ টাকা দাম থেকে ৩৫০ টাকা দামের টোপর তৈরি হয়। প্রতিবছর পুজোর শেষ হলেই টোপর তৈরি চাপ বাড়ে। সাধারণত এই টোপরের কাজে চাপ থাকে অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন,বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের লগনসায়।
advertisement
আরও পড়ুন : এক লাফে বাড়ল ডিমের দাম! কেকের মরশুমে এ বার কি ডিম নাগালের বাইরে নাকি কমবে দাম? জেনে নিন
জানা যায়, এর কাঁচা মাল অর্থাৎ শোলা আমদানি হয় পাশের জেলা মেদিনীপুর থেকে। দিন দিন কাঁচামালের দাম বাড়ছে। ফলে এই শিল্পে লাভের পরিমাণ কমছে। শোলা গাছ নিয়ে আসর পর তার ছাল ছড়িয়ে কাজের উপযুক্ত করা। তারপর বিভিন্ন সাইজ বা সেপের কাটিং। চাঁদমালা বা শোলার মুকুট তৈরি করতে প্রথমে ফরমা তৈরি। তারপর আঠা দিয়ে শোলার সৌখিন ডিজাইন কেটে বসানো হয়।
শোলা কারিগরদের কথায় জানা যায়, একটি ভাল শোলার টোপর তৈরি করতে সময় লাগে প্রায় চার – পাঁচ ঘণ্টা। পুরুষদের সঙ্গে কাজে সহযোগিতা করে বাড়ির মহিলারা। বর্তমানে কাচা মালের দাম বাড়ার ফলে লাভের পরিমাণ কম।