TRENDING:

পর্যটকদের পথ চেয়ে দুর্গার মুখ এঁকে চলেছে বাগমুন্ডির মুখোশের গ্রাম চড়িদা

Last Updated:

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নীচে ছোট্টো গ্রাম চড়িদা। বাগমুন্ডি বাজার থেকে তিন কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন এই গ্রামে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: প্রতি বারই দুর্গার বড় বড় মুখে সেজে ওঠে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি বারোয়ারি পুজো মণ্ডপ। গত দু'বছর করোনা আবহে মণ্ডপে সেই মুখগুলির সেভাবে দেখা মেলেনি। এবার অবশ্য ভালোই বরাত মিলেছে। তাই হাসি ফুটেছে সেই সব শিল্পীদের মুখে।
advertisement

এইসব মুখোশ আসে পুরুলিয়ার বাগমুন্ডির চড়িদা গ্রাম থেকে। এই গ্রামের ঘরে ঘরে এখন জোর কদমে মুখোশ তৈরির কাজ চলছে। ছোট বড় নানা আকারের মুখোশ। যেমন আয়তন তেমন দাম। বাঘমুন্ডি অযোধ্যা পাহাড় গিয়ে চড়িদার মুখোশ কেনেননি এমন বাঙালি ভ্রমণার্থী পাওয়া ভার।

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নীচে ছোট্টো গ্রাম চড়িদা। বাগমুন্ডি বাজার থেকে তিন কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন এই গ্রামে। গোটা রাজ্য যখন দুর্গা পূজাকে ঘিরে আনন্দ মুখর তখন দিন রাত এক করে মুখোশ তৈরি করে চলেছেন শিল্পীরা। এই গ্রামে দুশোর ওপর মুখোশ শিল্পী রয়েছেন। অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা মূলত এখানের ক্রেতা।এছাড়াও বিভিন্ন মেলা উৎসব পসরা সাজান শিল্পীরা। পুজোর সময় ভালো বরাত আসে। চৈত্র সংক্রান্তিতে শিবের গানের সময়ও মুখোশের চাহিদা বাড়ে।

advertisement

আরও পড়ুন: Gold Price Today: ফের কলকাতায় সোনার দামে ধস! হাজার হাজার টাকা সস্তা

কিন্তু ধরাবাঁধা সেই পরিস্থিতি একেবারেই ওলট-পালট করে দিয়েছিল করোনা। শিল্পীরা বলছিলেন, ওই সময়টা বিক্রিবাটা একেবারেই বন্ধ ছিল। তবে সেসব এখন অতীত। ফের নতুন করে বাঁচতে শুরু করেছে চড়িদা। তাদের জীবন এই মুখোশ শিল্পকে আঁকড়ে ধরেই। এবার পুজোয় অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল নামবে। বিক্রি অনেকটাই বাড়বে মুখোশের-সেই আশায় দুর্গার মুখ এঁকে চলেছে পুরুলিয়ার চড়িদা গ্রাম।

advertisement

আরও পড়ুন: Tejas Express: Modi সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর! এই ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা করার সুযোগ

শিল্পীরা জানালেন, এক একটি পুজোর প্যান্ডেলের জন্য অনেক মুখোশ লাগে। তাই পুজোর ৩-৪ মাস আগেই জোর কদমে কাজ শুরু হয়ে যায় মন্ডপ সজ্জার সে সব মুখোশ পৌঁছে গিয়েছে। এখন বড় ভরসা অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা। তাদের বেশিরভাগই এই গ্রামে আসেন মুখোশ কিনে বাড়ি ফেরেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন মেলার স্টলে মুখোশ পাঠানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পর্যটকদের পথ চেয়ে দুর্গার মুখ এঁকে চলেছে বাগমুন্ডির মুখোশের গ্রাম চড়িদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল