TRENDING:

Birbhum News: আর্ট পেপার জোড়া লাগিয়ে ৫৫ ফুটের নেতাজি, তাক লাগিয়ে নজির গড়লেন বীরভূমের চিত্রশিল্পী

Last Updated:

Birbhum News: ৫৫ ফুট ৫ ইঞ্চি নেতাজি এঁকে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস এ নাম তুললেন দুবরাজপুরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিনা চিত্রশিল্পী তারকনাথ হাজরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ২১০ পিস আর্ট পেপার জোড়া লাগিয়ে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস-এ নাম ৫৫ ফুট ৫ ইঞ্চির লম্বা নেতাজির ছবি তুললেন বীরভূমের দুবরাজপুরের এক চিত্রশিল্পী। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দেওয়া হল সংবর্ধনা ৫৫ ফুট ৫ ইঞ্চি নেতাজি এঁকে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস -এ নাম তুললেন দুবরাজপুরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিনা চিত্রশিল্পী তারকনাথ হাজরা। প্রায় এক মাসের বেশি অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছেন নেতাজির এই পূর্ণাঙ্গ ছবি।
advertisement

২১০ পিস আর্ট পেপার জোড়া লাগিয়ে , ফেভিকল আঠা, সেলোটেপ ও বিভিন্ন রকম রং দিয়ে প্রায় ২২ হাজার টাকা খরচ করে এই ছবি তিনি এঁকেছেন। এই ছবিটা দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় দুবরাজপুর পৌরসভায় প্রর্দশন করা হয় সাধারণ মানুষের জন্য। যেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, কাউন্সিলর সাগর কুন্ডু, অর্জুন চৌধুরী, তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য সহ আরও অনেকে।

advertisement

আরও পড়ুন: ‘বুদ্ধদেব ভটাচার্যকে যাঁরা মহাপুরুষ সাজাচ্ছেন…,’ কুণালের বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড়

আরও পড়ুন: জ্ঞান ফিরেছে, ডাকলে সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য! বেসরকারি হাসপাতাল থেকে স্বস্তির খবর

সেরা ভিডিও

আরও দেখুন
দীপান্বিতা অমাবস্যায় বর্গভীমা হয়ে ওঠেন রাজরাজেশ্বরী! ভোর থেকে শুরু হয় বিশেষ পুজোপাঠ
আরও দেখুন

এদিন চিত্রশিল্পী তারকনাথ হাজরাকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে চিত্রশিল্পীকে আর্থিক সাহায্যও করেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। তারকনাথ হাজরা একজন চিত্রশিল্পী। তিনি ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন। বর্তমানে তিনি একটা স্কুলে এবং বিভিন্ন জায়গায় ছবি আঁকা শেখান। এসব কাজের পাশাপাশি যেটুকু সময় বেঁচে থাকে অপচয় না করে সেই সময়টা এই নেতাজি সুভাষচন্দ্র বসু আঁকার কাজে ব্যবহার করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: আর্ট পেপার জোড়া লাগিয়ে ৫৫ ফুটের নেতাজি, তাক লাগিয়ে নজির গড়লেন বীরভূমের চিত্রশিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল