TRENDING:

পুজোয় বরাত নেই, ভাল নেই পুরুলিয়ার চড়িদা

Last Updated:

মুখোশের গ্রাম, চড়িদা। বাঘমুণ্ডি থেকে কিলোমিটার তিনেকের পথ। অযোধ্যা পাহাড়ের কোলে, শ'খানেক পরিবারের বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: দেওয়াল জুড়ে ছৌয়ের মুখোশ। মুখোশের গ্রাম পুরুলিয়ার চড়িদা। উৎসবের সময়েও, যে গ্রাম দমবন্ধ করে আছে। অপেক্ষায় আছে সুদিনের। কবে আবার ভাগ্য ফিরবে। গ্রামে খদ্দের আসবে। ডাক আসবে পুজো-পার্বণ-মেলায়। ঘরে আসবে টাকা।
advertisement

মুখোশ আঁকছিলেন রাজু সূত্রধর। আঁকছিলেন দুর্গার মুখ। ইদানীং মন বশে থাকে না। মাথায় ভিড় করে রাজ্যের চিন্তা।

মহাজনের টাকা মেটানোর চিন্তা। খেয়ে-পরে বেঁচে থাকার চিন্তা, অন্যমনস্ক করে দেয়। কার্তিক মাস পরলেও, দিনের বেলা বেশ গরম।

খোলা দরজা দিয়ে রোদের হলকা আসে, ঘরটায়। সেই আলোতেই ঝলমল করে জরি-চুমকি। চকমকি মুখোশ।

মুখোশের গ্রাম, চড়িদা। বাঘমুণ্ডি থেকে কিলোমিটার তিনেকের পথ। অযোধ্যা পাহাড়ের কোলে, শ'খানেক পরিবারের বাস।

advertisement

বাপ-ঠাকুর্দাকে দেখে শেখা। বংশ পরম্পরায়, মুখোশ বানান চড়িদার শিল্পীরা। ছৌ-নাচের মুখোশ। কারও কারও ছৌ-নাচের দলও আছে।

নাচিয়েদের মুখ ঢাকে মুখোশে। ঝকমকি সাজে। চড়িদা সাজায়। অযোধ্যা পাহাড় ঘুরতে এলে, চড়িদা আসেন পর্যটকেরা। ঘর সাজানোর জন্য মুখোশ কেনেন। দুর্গা, গণেশ। রাম-সীতা। সাঁওতাল পরিবারের মুখ। আলো করে শহরের ড্রয়িংরুম।

আপাতত চড়িদার দু-চোখে অন্ধকার। মাস আটেক হয়ে গেল। করোনার ধাক্কায়, ব্যবসা বন্ধ। লকডাউনের পর থেকেই কেউ আসে না। বিক্রিও হয় না।

advertisement

পুজোর সময়, কলকাতার কত বারোয়ারি বরাত দেয়। প্যান্ডেল সাজে চড়িদার শিল্পীদের ছোঁয়ায়। আর চৈত্র মাসে। গাজনের সময়। তখন মুখোশের দারুণ কদর। জটাজুটো ভোলানাথ, নন্দী-ভৃঙ্গি, সাজে কত না মানুষ।

এবছর সব পণ্ড। পুজোয় বরাত নেই। গাজনেও গাঁয়ে আসবে না খরিদ্দার। শিল্পীরা ভাবেন, মহাজনের থেকে চড়া সুদে ধার করা টাকা! কীভাবে মেটাবেন?

advertisement

পরিমল দত্ত, মুখোশ শিল্পী

কলকাতা ফিতে ফেলে মাপছে। হিসেব কষছে ঠাকুর দেখার দূরত্ব। ঠিক-বেঠিক। বেঠিক-ঠিকের তর্কে মশগুল। আর চড়িদা, হিসেব কষছে জীবনে। চাল-ডাল-হেঁশেলের।

সেরা ভিডিও

আরও দেখুন
খাদ্যরসিকদের জন্য দারুণ সুখবর! মাত্র ১০ টাকায় আনলিমিটেড ঘুগনি, কোথায় মিলছে জানেন?
আরও দেখুন

যন্ত্রের মতো, দুর্গার মুখ আঁকেন রাজু। দুর্গা, শুধু, ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোয় বরাত নেই, ভাল নেই পুরুলিয়ার চড়িদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল