পড়াশোনার পাশাপাশি, ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে সৃজনশীল মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে দিনের ক্রাফট প্রদর্শনের আয়োজন করা হয়। যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন ফেলে দেওয়া কাগজ, আইসক্রিম স্টিক, প্লাস্টিকের চামচ, বাদামের শক্ত খোলা দিয়ে বিভিন্ন নিত্য নতুন সৃজনশীল জিনিস তৈরি করে। শুধু তাই নয়, সকলের সামনে প্রদর্শন করে তারা। শিল্পশ্রী শিক্ষায়তন নামে এই প্রতিষ্ঠানের তরফে প্রায় সাত বছর ধরে এই প্রদর্শনীর আয়োজন করে আসছে।
advertisement
এবারে এই প্রদর্শনীতে, প্রায় পঞ্চাশেরও বেশি প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। নিজেদের কর্মদক্ষতা এবং সৃজনশীলতার মধ্য দিয়ে কেউ বানিয়েছে কাগজের অ্যাকোরিয়াম, কেউ আবার আইসক্রিম স্টিক, কিংবা অন্যান্য জিনিস দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট। পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি এই সৃজনশীল জিনিস তৈরি করে একদিকে যেমন তাদের মানসিক বিকাশ ঘটবে তেমনইআগামীতে এই সৃজনশীলতার মধ্য দিয়ে স্বনির্ভর হতে পারবে তারা। শুধু তাই নয়, এদিনের এই প্রদর্শনীতে অংশ নেয় মায়েরা। বাড়ির অন্যান্য কাজের পর তাদের প্রতিভা অন্বেষণে এই ভাবনা প্রতিষ্ঠানের।
এদিন বাইরের মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মায়েরা সরার উপর নানান ধরনের ছবি ফুটিয়ে তোলে। মূলত মায়েদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশ এবং আগামীতে তাদেরও স্বনির্ভর করার ভাবনায় এই বিশেষ উদ্যোগ প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানের এই আয়োজনে এবং ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের মায়েদেরও অংশগ্রহণে খুশি সকলে।