রবিবার দুপুরে বহরমপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম, জাহাবুল মণ্ডল (৩২), মুকুল মণ্ডল (৩২), ও হকদার শেখ (৪৯)।
আরও পড়ুনঃ নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও, এক ক্লিকে দেখুন
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের দীর্ঘদিন ধরেই আন্তঃ জেলা অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এসেছে এবং কার কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল সেই বিষয়ে জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় বহরমপুর থানায় নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে। অন্যান্য যুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল তল্লাশি অভিযান চালাচ্ছে।
এক তদন্তকারী আধিকারিক জানান, এই চক্রের পিছনে আরও কয়েকজন বড় সরবরাহকারীর যোগ থাকতে পারে। পুরো নেটওয়ার্কটি ভাঙার চেষ্টা চলছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আগামী দিনে আরও তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।