TRENDING:

Arjun Singh on Bratya Basu: 'ব্রাত্য বসুকে ফেলে পেটাতাম', হুঙ্কার অর্জুনের! ডেট- টাইম বলুন, পাল্টা চ্যালেঞ্জ পার্থর

Last Updated:

অর্জুন সিং-এর এই মন্তব্যের পরই পাল্টা তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অরুণ ঘোষ, ব্যারাকপুর: তিনি বিধানসভায় হাজির থাকলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফেলে পেটাতেন৷ এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং৷ মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার জন্য মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেনাবাহিনীর সমালোচনা করতে গিয়ে যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন অর্জুন সিং৷ বিজেপি নেতার এই হুঁশিয়ারির পর তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক৷
ব্রাত্যকে হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা দিলেন পার্থ৷
ব্রাত্যকে হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা দিলেন পার্থ৷
advertisement

গত সোমবার মেয়ো রোডে গান্ধিমূর্তির সামনে তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী৷ মঙ্গলবার বিধানসভায় এই ঘটনার সমালোচনা করতে গিয়ে ব্রাত্য বসু ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে সেনা অভ্যুত্থানে বাঙালি নিধনের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন৷ ব্রাত্য বসু এই মন্তব্য করতেই তার তীব্র প্রতিবাদ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা৷ বিধানসভা থেকে সাসপেন্ডও করা হয় শুভেন্দু অধিকারীকে৷

advertisement

এ দিন অর্জুন সিং বলেন, ‘আমি যদি বিধানসভায় থাকতাম তাহলে ব্রাত্য বসুকে বিধানসভার মধ্যেই ফেলে পেটাতাম। উনি দেশদ্রোহী, বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা করছেন৷ ব্রাত্য বসুকে ধরে মারা উচিত। আমার দল ভেজিটেরিয়ান তাই। মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা, বিধানসভায় বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন আর আমরা বসে বসে দেখব? আগে উনি বিএস়এফ-কে অপমান করতেন এখন সেনাবাহিনীকেও ছাড়ছেন না। ওনাকে ফোট ইউলিযামে নিয়ে গিয়ে কোর্ট মার্শাল করা উচিত।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেওয়াল জুড়ে রয়েছে শুধুই ইতিহাসের গন্ধ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা 'এই' বাড়িতেই! জানুন
আরও দেখুন

অর্জুন সিং-এর এই মন্তব্যের পরই পাল্টা তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক৷ তৃণমূল সাংসদ বলেন, ‘অর্জুন সিং ব্রাত্য বসু সম্পর্কে যে কুৎসিত ভাষায় হুমকি দিয়েছেন, ডেট টাইম বলুন৷ ব্রাত্য বসুকে কোথায় নিয়ে যেতে হবে৷ আমি নিয়ে যাবো, গায়ে হাত দিয়ে দেখাবেন৷’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arjun Singh on Bratya Basu: 'ব্রাত্য বসুকে ফেলে পেটাতাম', হুঙ্কার অর্জুনের! ডেট- টাইম বলুন, পাল্টা চ্যালেঞ্জ পার্থর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল