গত সোমবার মেয়ো রোডে গান্ধিমূর্তির সামনে তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী৷ মঙ্গলবার বিধানসভায় এই ঘটনার সমালোচনা করতে গিয়ে ব্রাত্য বসু ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে সেনা অভ্যুত্থানে বাঙালি নিধনের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন৷ ব্রাত্য বসু এই মন্তব্য করতেই তার তীব্র প্রতিবাদ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা৷ বিধানসভা থেকে সাসপেন্ডও করা হয় শুভেন্দু অধিকারীকে৷
advertisement
এ দিন অর্জুন সিং বলেন, ‘আমি যদি বিধানসভায় থাকতাম তাহলে ব্রাত্য বসুকে বিধানসভার মধ্যেই ফেলে পেটাতাম। উনি দেশদ্রোহী, বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা করছেন৷ ব্রাত্য বসুকে ধরে মারা উচিত। আমার দল ভেজিটেরিয়ান তাই। মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা, বিধানসভায় বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন আর আমরা বসে বসে দেখব? আগে উনি বিএস়এফ-কে অপমান করতেন এখন সেনাবাহিনীকেও ছাড়ছেন না। ওনাকে ফোট ইউলিযামে নিয়ে গিয়ে কোর্ট মার্শাল করা উচিত।’
অর্জুন সিং-এর এই মন্তব্যের পরই পাল্টা তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক৷ তৃণমূল সাংসদ বলেন, ‘অর্জুন সিং ব্রাত্য বসু সম্পর্কে যে কুৎসিত ভাষায় হুমকি দিয়েছেন, ডেট টাইম বলুন৷ ব্রাত্য বসুকে কোথায় নিয়ে যেতে হবে৷ আমি নিয়ে যাবো, গায়ে হাত দিয়ে দেখাবেন৷’